বাংলাদেশের খবর

আপডেট : ১১ জুলাই ২০১৮

পাকিস্তানে এএনপির সমাবেশে হামলায় নিহত ২০

পাকিস্তানে নির্বাচনী সভায় আত্মঘাতী বোমা হামলায় এএনপি নেতা হারুন বিলোর নিহত হয়েছেন ছবি : ফ্রি প্রেস জার্নাল


পাকিস্তানের পেশোয়ারে নির্বাচনী সভায় আত্মঘাতী বোমা হামলায় আওয়ামী ন্যাশনাল পার্টি (এএনপি) নেতা হারুন বিলোরসহ ২০ জন নিহত হয়েছে। এ হামলায় আহত হয়েছেন অন্তত ৩৫ জন। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)।

তদন্ত কর্মকর্তারা জানন, মঙ্গলবার স্থানীয় সময় রাত এএনপি নেতা হারুন বিলোরকে লক্ষ্য করেই হামলাটি হয়েছে। এতে, ঘটনাস্থলেই নিহত হন হারুন বিলোর। গুরুতর আহত তার ১৬ বছর বয়সী ছেলেকে হাসপাতালে নেয়া হয়েছে। প্রায় দু’শো সমর্থককে সাথে নিয়ে সভাস্থলে গিয়ে গাড়ি থেকে নামার সাথে সাথেই বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে ঘটনাস্থলেই ১৩ জন নিহত হয়। আহতদের হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যায় আরো ৭ জন।

২০১৩ সালের নির্বাচনেও এএনপি ছিলো জঙ্গি গোষ্ঠী তালেবানের হামলার মূল লক্ষ্য। ২০১২ সালে এক আত্মঘাতী হামলায় নিহত হন তার পিতা বশির বিলোর। খাইবার পাকতুনখোয়া প্রদেশে তাদের পরিবার প্রভাবশালী রাজনৈতিক পরিবার হিসেবে পরিচিত। পাকিস্তানে ২৫ জুলাইয়ের সাধারণ নির্বাচনে প্রাদেশিক প্রার্থী ছিলেন হারুন বিলোর। প্রদেশটিতে ২০০৮ সাল থেকে ২০১৩ পর্যন্ত ক্ষমতায় ছিলো আওয়ামী ন্যাশনাল পার্টি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১