বাংলাদেশের খবর

আপডেট : ১২ জুলাই ২০১৮

এই দিনে

গ্রেগরিয়ান ক্যালেন্ডার ছবি : ইন্টারনেট


১১০৯ : ক্রুসেডাররা ত্রিপোলি নগরী দখল করে।

১৫৮০ : স্লাভিক ভাষায় বাইবেল প্রকাশিত হয়।

১৬৭৪ : শিবাজী ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে চুক্তি করে।

১৭০০ : গ্রিনল্যান্ড গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করে।

১৮৬৩ : বিসিজি টিকার উদ্ভাবক ফরাসি জীবাণুবিদ আলবেয়ার কালমেত্তের জন্ম।

১৮৭৮ : ব্রিটেন সাইপ্রাস দখল করে।

১৯০৪ : চিলির নোবেলজয়ী কবি পাবলো নেরুদার জন্ম।

১৯২০ : কাজী নজরুল ইসলাম ও মোজাফফর আহমদের সম্পাদনায় দৈনিক নবযুগ প্রথম প্রকাশিত হয়।

১৯৪১ : মস্কোয় ইঙ্গ-রুশ চুক্তি স্বাক্ষরিত হয়।

 

গ্রেগরিয়ান ক্যালেন্ডার

গ্রেগরিয়ান ক্যালেন্ডারের আদিরূপ মূলত জুলীয় বা জুলিয়ান বর্ষপঞ্জি যা খ্রিস্টপূর্ব ৪৬ খ্রিস্টাব্দে জুলিয়াস সিজার কর্তৃক প্রবর্তিত একটি ঐতিহ্যবাহী ক্যালেন্ডার। গ্রেগরিয়ান ক্যালেন্ডার রোমান বর্ষপঞ্জিকে ভিত্তি ধরে প্রবর্তন করা হয়। রোমান বর্ষপঞ্জি খ্রিস্টপূর্ব ৪৫ খ্রিস্টাব্দে মিসরের রোমান বিজয়ের পর থেকে কার্যকর হয়। কিন্তু ১৫৮২ সালের ২৪ ফেব্রুয়ারি পোপ ত্রয়োদশ গ্রেগরির এক আদেশানুসারে গ্রেগরিয়ান বর্ষপঞ্জির প্রচলন ঘটে। সেই বছর কিছু রোমান ক্যাথলিক দেশ গ্রেগরীয় বর্ষপঞ্জি গ্রহণ করে এবং পরবর্তীকালে ক্রমেই অন্যান্য দেশও এটি গ্রহণ করে। পোপ ত্রয়োদশ গ্রেগরি কর্তৃক বর্ষপঞ্জি সংস্কারের প্রয়োজনীয়তা ছিল। কেননা পূর্ববর্তী জুলিয়ান বর্ষপঞ্জির গণনা অনুসারে একটি মহাবিষুব থেকে আরেকটি মহাবিষুব পর্যন্ত সময়কাল ধরা হয়েছিল ৩৬৫.২৫ দিন যা প্রকৃত সময়কাল থেকে প্রায় ১১ মিনিট কম। এই ১১ মিনিটের পার্থক্যের ফলে প্রতি ৪০০ বছর অন্তর মূল ঋতু থেকে জুলিয়ান বর্ষপঞ্জির প্রায় তিন দিনের ব্যবধান ঘটত। পোপ ত্রয়োদশ গ্রেগরির সময় এই ব্যবধান ক্রমেই বেড়ে দাঁড়িয়েছিল ১০ দিনে এবং ফলস্বরূপ মহাবিষুব ২১ মার্চের পরিবর্তে ১১ মার্চ পড়েছিল। যেহেতু খ্রিস্টীয় উৎসব ইস্টারের দিন নির্ণয়ের সঙ্গে মহাবিষুব জড়িত, তাই মহাবিষুবের সঙ্গে জুলিয়ান বর্ষপঞ্জির এই ব্যবধান রোমান ক্যাথলিক গির্জার কাছে অনভিপ্রেত ছিল। গ্রেগরিয়ান ক্যালেন্ডার একটি গাণিতিক বর্ষ পঞ্জিকা। গ্রেগরিয়ান ক্যালেন্ডারে ১২ মাসের উপস্থিতি রয়েছে। এই গ্রেগরিয়ান ক্যালেন্ডারই বর্তমানে পাশ্চাত্য বর্ষপঞ্জি বা ইংরেজি ক্যালেন্ডার হিসেবে পরিচিত।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১