বাংলাদেশের খবর

আপডেট : ১২ জুলাই ২০১৮

‘নার্সদের প্রশিক্ষণের সুপারিশ’

নার্সিং প্রশিক্ষণ নিচ্ছেন শিক্ষার্থীরা সংরক্ষিত ছবি


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) গ্রাজুয়েট নার্সিং বিভাগের উদ্যোগে গতকাল বুধবার ঢাকার পরীবাগে বিভাগের একাডেমিক ভবনে ‘অটিজম সংক্রান্ত শিশুদের সম্পর্কে জ্ঞান যাচাইকরণ’ শীর্ষক গবেষণার ফল প্রকাশ করা হয়েছে। গবেষণার ফলের ভিত্তিতে নার্সদের জন্য ‘ইন সার্ভিস ট্রেনিং ও কনটিউনিউ মেডিকেল এডুকেশন’-এর সুপারিশ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএসএমএমইউর উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া। সভাপতিত্ব করেন বিএসএমএমইউর উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) ডা. শহীদুল্লাহ সিকদার। এতে জানানো হয়, বিএসএমএমইউ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতাল, ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ ও শিশু হাসপাতাল ফাউন্ডেশন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড হাসপাতাল) ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালসহ মোট ৬টি হাসপাতালের ২১০ নার্সের ওপর এ গবেষণা পরিচালিত হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১