বাংলাদেশের খবর

আপডেট : ১২ জুলাই ২০১৮

চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে রিটের আদেশ আজ


সরকারি-বেসরকারি হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের ডাকা কর্মবিরতি বেআইনি ঘোষণার নির্দেশনা চেয়ে করা রিটের আংশিক শুনানি হয়েছে। আজ বৃহস্পতিবার শুনানি শেষে এ বিষয়ে আদেশ দেবেন হাইকোর্ট।

গতকাল বুধবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে রিট আবেদনটির শুনানি হয়। এর আগে সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. বশির আহমেদ রিট আবেদনটি দায়ের করেন। আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন।

দুপুর ১২টার দিকে আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হলে বিরতির পর আসতে বলেন আদালত। দুপুর ২টায় শুনানি করতে গেলে আদালত বলেন, ‘১৯৮২ সালের মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক (রেগুলেশন) অর্ডিন্যান্স রয়েছে। আইন মোতাবেক চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। তাহলে রিট আবেদন কেন করলেন?’ জবাবে বশির আহমেদ ‘এ বিষয়ে শুনানি করতে চাই।’ এ পর্যায়ে আদালত বলেন, ‘তাড়াহুড়ো করলে হবে না। এর সঙ্গে মানুষের জীবন-মরণের প্রশ্ন জড়িত। এ বিষয়ে আগামীকাল (বৃহস্পতিবার) শুনানির জন্য রাখি।’

কিন্তু বশির আহমেদ তখনই মামলাটির ওপর শুনানি করতে চাইলে আদালত বলেন, ‘এটি গুরুত্বপূর্ণ বিষয়। এটিতে কিছু ত্রুটি রয়েছে। সংশোধন করে নিয়ে আসুন। আগামীকাল শুনানি নিয়ে আদেশ দেওয়া হবে।’

রিটে বলা হয়, ‘চিকিৎসাসেবা একটি মহান পেশা। সম্প্রতি লক্ষ করা যাচ্ছে কিছু চিকিৎসক যখন-তখন কর্মবিরতির ডাক দেন। এতে করে সাধারণ মানুষ দুর্ভোগে পড়ছেন। এ কারণে আবেদনটি করা হয়েছে।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১