বাংলাদেশের খবর

আপডেট : ১৩ জুলাই ২০১৮

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে দাদি-নাতি নিহত

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে দাদি-নাতির মৃত্যু হয়েছে ছবি সংগৃহীত


টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে দাদি-নাতির মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলার ঘাটাইল উপজেলার রসুলপুর এলাকার কালু মিয়ার স্ত্রী সোফিয়া বেগম (৬০) ও তার নাতি আহাদ আলী (৫)।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মোশারফ হোসেন বলেন, “দাদি-নাতি কালিহাতীর রাজাবাড়িতে আত্মীয়ের কাছে বেড়াতে এসেছিলেন। সকালে তারা রেললাইনে বসে গল্প করছিলেন। এক সময় ট্রেন এলেও তা তারা টের পাননি। সিরাজগঞ্জ থেকে আসা ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে তারা ঘটনাস্থলেই মারা যান।”

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার আব্দুল মান্নান জানান, দিনাজপুর থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি শুক্রবার সকাল ৬টার দিকে ঢাকার উদ্দেশ্যে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন থেকে ছেড়ে যায়। সেই ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১