বাংলাদেশের খবর

আপডেট : ১৩ জুলাই ২০১৮

আশরাফুলকে পেছনে ফেলে সর্বোচ্চ টেস্ট খেলার রেকর্ড গড়লেন মুশফিকুর

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ টেস্ট খেলার রেকর্ড গড়লেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম ছবি : ইন্টারনেট


মোহাম্মদ আশরাফুলকে পেছনে ফেলে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ টেস্ট খেলার রেকর্ড গড়লেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

গতরাতে জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নেমেই এই রেকর্ড গড়েন মুশফিকুর। ২০০৫ সাল থেকে বাংলাদেশের জার্সি গায়ে ৬২টি টেস্ট খেলার মালিক এখন মুশফিক। ২০০১ থেকে ২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশের হয়ে ৬১টি ম্যাচ খেলেছেন আশরাফুল।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ খেলার তালিকায় তৃতীয় ও চতুর্থস্থানে রয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান ও ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। সাকিব ৫৬টি ও তামিম ৫৩টি টেস্ট খেলেছেন। ৫০টি টেস্ট খেলে পঞ্চমস্থানে রয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১