বাংলাদেশের খবর

আপডেট : ১৪ জুলাই ২০১৮

লাহোর বিমানবন্দরে গ্রেফতার নওয়াজ-মরিয়ম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তার মেয়ে মরিয়ম শরিফ ছবি: জিও টিভি


পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তার মেয়ে মরিয়ম শরিফকে লাহোর বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে।
ডনের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার স্থানীয় সময় রাত পৌনে ৯টার দিকে ইতিহাদ এয়ারওয়েজের একটি বিমানে করে নওয়াজ ও তার মেয়ে মরিয়ম লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাদের গ্রেফতার করা হয়। দুর্নীতির মামলায় সাজা পাওয়া পাকিস্তানের তিনবারের এই প্রধানমন্ত্রী গ্রেফতার খড়গ মাথায় নিয়েই লাহোর পৌঁছান।

নওয়াজ ও মরিয়ম যে বিমানে করে এসেছেন সেটি অবতরণের পর কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা এটির ভেতর প্রবেশ করে যাত্রীদের বের হয়ে যেতে বলেন। পরে তিন সদস্যের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) টিম নওয়াজ ও মরিয়মের পাসপোর্ট জব্দ করে। এর কিছুক্ষণ পরই তাদেরকে জিম্মায় নেয়।
 এদিকে ছোট একটি বিমানে করে নওয়াজ ও মরিয়মকে এখন ইসলামাবাদে নিয়ে যাওয়া হচ্ছে। ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ওই বিমানটি অবতরণের পর তাদের দুজনকে পাঞ্জাবের আদিয়ালা বা আটোক কারাগারে নিয়ে যাওয়া হবে।
এদিকে ছেলে ও নাতনিকে গ্রহণ করতে এর আগে লাহোর আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে নওয়াজ শরিফের মা উপস্থিত হয়েছিলেন।
গত ৬ জুলাই দুর্নীতির দায়ে নওয়াজ শরিফকে ১০ বছর এবং তার মেয়ে মরিয়ম নওয়াজকে সাত বছরের কারাদণ্ড দেন একটি আদালত। এসময় মরিয়মের স্বামী ক্যাপ্টেন সফদরকেও এক বছরের কারাদণ্ড দেয়া হয়। কারাদণ্ডের পাশাপাশি নওয়াজকে ৮০ লাখ ব্রিটিশ পাউন্ড ও মরিয়মকে ২০ লাখ ব্রিটিশ পাউন্ড জরিমানা করা হয়।
অন্যদিকে এই গ্রেপ্তারকে সামনে রেখে লাহোর বিমানবন্দরের বাইরে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) কর্মীরা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরমধ্যে কিছু বিক্ষোভকারী বিমানবন্দরের ভেতর ঢুকতে সক্ষম হয়। তবে সহিংসতা রুখতে লাহোরে মোবাইল সার্ভিস বন্ধ করে দেয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১