বাংলাদেশের খবর

আপডেট : ১৫ জুলাই ২০১৮

ব্যাংকিং কার্যক্রমে অবিশ্বাস দেখা দিয়েছে : গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির সংরক্ষিত ছবি


আর্থিক খাতের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির দেশের ব্যাংকিং কার্যক্রমে অবিশ্বাস দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন। গতকাল শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধবিষয়ক সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। বাংলাদেশ আর্থিক গোয়েন্দা বিভাগ (বিএফআইইউ) আয়োজিত অনুষ্ঠানে দেশের তফসিলি ব্যাংকগুলোর প্রধান নির্বাহী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গভর্নর বলেন, সাম্প্রতিক সময়ে ব্যাংকের কিছু কার্যক্রমে মানুষের মধ্যে কিছুটা সন্দেহ ও অবিশ্বাস দেখা দিয়েছে, যা ব্যাংকগুলোর জন্য অশনিসঙ্কেত। এ সমস্যা কাটিয়ে উঠতে হবে। সুশাসন নিশ্চিত করতে হবে ব্যাংকগুলোতে।

তিনি বলেন, সুশাসন নিশ্চিত করতে সঠিক জায়গায় সঠিক মানুষকে নিয়োগ দিতে হবে। তথ্যের প্রবাহ নিশ্চিত করতে হবে। যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতাকে অগ্রাধিকার দিতে হবে। তাহলেই ব্যাংক খাতে স্বচ্ছতা ফিরে আসবে।

আমদানি-রফতানি বাণিজ্যের প্রসঙ্গ টেনে গভর্নর বলেন, দেশে সামপ্রতিক সময়ে রফতানির তুলনায় আমদানি অনেক বেড়ে গেছে। এটা কেন হচ্ছে, এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না বাংলাদেশ ব্যাংক নজর রাখছে।

ফজলে কবির বলেন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ পাচারের ঝুঁকি বাড়ছে। বিষয়টি বাংলাদেশ ব্যাংকের তদন্তে বেরিয়ে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের কার্যকর পদক্ষেপের কারণে এটি অনেকাংশে নিয়ন্ত্রণ করা গেছে। এ বিষয়ে আমাদের আরো সতর্ক হতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রধান নির্বাহী বলেন, সম্পদের সুষম ব্যবহার ও অপচয় রোধের পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক কাজ করছে। সামষ্টিক অর্থনীতির সুষ্ঠু ব্যবস্থাপনা ও বিভিন্ন ব্যবসাবান্ধব নীতি গ্রহণ করে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে। তবে এই অগ্রযাত্রা ধরে রাখাটা দেশের জন্য বড় চ্যালেঞ্জ।

বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) চেয়ারম্যান ও ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান অনুষ্ঠানে বলেন, অর্থ পাচার, সন্ত্রাসে অর্থায়ন এখন বিশ্বজুড়ে একটি প্রধান সমস্যা। এ সমস্যা মোকাবেলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

বাংলাদেশ আর্থিক গোয়েন্দা বিভাগের ব্যবস্থাপক এবিএম জহুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান। সম্মেলনে অন্যান্যের মধ্যে ব্যাংক এশিয়ার উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বোরহান উদ্দিন, বিএফআইইউর পরামর্শক দেবপ্রসাদ দেবনাথ বক্তৃতা করেন।

এদিকে, দিনব্যাপী সম্মেলনে তফসিলি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের অর্থ পাচার প্রতিরোধে আইন ও বিধিবিধান যথাযথভাবে পরিপালন করে চলতে নির্দেশনা দেওয়া হয়েছে। আইন পরিপালনে গাফিলতি পেলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেওয়া হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১