বাংলাদেশের খবর

আপডেট : ১৫ জুলাই ২০১৮

মিয়ানমারে সংঘর্ষে সেনাসহ নিহত ১৩

মিয়ানমারে সেনা সংঘর্ষ সংগৃহীত ছবি


মিয়ানমারের শান রাজ্যে চার দিন ধরে চলা সংঘর্ষে ১২ সেনা সদস্যসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। চলতি সপ্তাহে রাজ্যের বিদ্রোহীগোষ্ঠী রিস্টোরেশন কাউন্সিল অব শান স্টেট (আরসিএসএস) ও দেশটির সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতি।

আরসিএসএসের সংবাদমাধ্যম ‘তাই ফ্রিডম’-এর উদ্ধৃতি দিয়ে ইরাবতি জানিয়েছে, শান রাজ্যের মং কুং এলাকায় গত সোমবার থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত এ সংঘর্ষ চলে। এ সময় ড্রোন ও আর্টিলারি ঢালসহ মিয়ানমার সেনাবাহিনীর বেশ কিছু অস্ত্র ছিনিয়ে নেয় আরসিএসএসের সদস্যরা।

আরসিএসএসের মুখপাত্র লে. কর্নেল সাই ওও সংঘর্ষে মিয়ানমার সেনাবাহিনীর সদস্যদের প্রাণহানির তথ্য নিশ্চিত করেন। মং কুং শহরতলিতে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে প্রতিদিন হালনাগাদ তথ্য প্রকাশ করে আসছে সংগঠনটির তথ্য শাখা হিসেবে কাজ করা তাই ফ্রিডম। মিয়ানমার সেনাবাহিনীর ছিনিয়ে নেওয়া অস্ত্রের ছবিও প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি। সংঘর্ষের পর সেখানে মিয়মারের সেনাবাহিনী বিমান টহল অব্যাহত রাখলেও গোলাবর্ষণ বন্ধ করেছে বলে ইরাবতি জানিয়েছে।

এদিকে সংঘর্ষের কারণে সেখানকার শত শত মানুষ গ্রাম ছেড়ে পালিয়েছে। স্থানীয় দাতাগোষ্ঠীগুলো বাস্তুচ্যুতদের মং কুং শহরের বৌদ্ধমন্দিরে আশ্রয় দিয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১