বাংলাদেশের খবর

আপডেট : ১৫ জুলাই ২০১৮

নটর ডেমের দুই শিক্ষার্থী মেঘনায়

গোসল করতে নেমে নিখোঁজ

রাজধানীর নটর ডেম বিশ্ববিদ্যায় কলেজের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী গোসল করতে নেমে নিখোঁজ প্রতীকী ছবি


জেলার আশুগঞ্জে মেঘনা নদীতে গোসল করার সময় পানির স্রোতে ভেসে গেছে নটর ডেম বিশ্ববিদ্যায় কলেজের দুই শিক্ষার্থী। গতকাল শনিবার বিকালে উপজেলা সদর ইউনিয়নের চরসোনারামপুর এলাকার সিরাজগঞ্জ-আশুগঞ্জ গ্রিডলাইনের টাওয়ারের উত্তর পাশে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ শিক্ষার্থীরা হলেন ঢাকার লক্ষ্মীবাজার এলাকার তানভীর আহমেদের মেয়ে প্রাপ্তি (২০) ও মগবাজার এলাকার মেহরাব (২২)। তারা দুজনেই রাজধানীর নটর ডেম বিশ্ববিদ্যায় কলেজের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মেজবাহউদ্দিন জানান, ঢাকা থেকে প্রাপ্তি, মেহরাবসহ নটর ডেম কলেজের সাত বন্ধু মিলে আশুগঞ্জের চরসোনারামপুর এলাকায় বেড়াতে আসেন। তাদের মধ্যে দুজন মেয়ে ও পাঁচজন ছেলে। এ সময় সোনারামপুরের সিরাজগঞ্জ-আশুগঞ্জ গ্রিডলাইনের টাওয়ারের উত্তর পাশে মেঘনা নদীতে নৌকা নিয়ে ঘুরে বেড়ানোর সময় প্রাপ্তি ও মেহরাব গোসল করতে নামে। সাঁতার না জানার কারণে প্রবল স্রোতে হঠাৎ দুজন তলিয়ে যাওয়ার সময় বাকিরাও তাদের উদ্ধার করতে পানিতে ঝাঁপ দেন। এ সময় এলাকাবাসী পাঁচজনকে উদ্ধার করতে পারলেও প্রাপ্তি ও মেহরাবকে উদ্ধার করতে পারেনি। খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল নিখোঁজ দুজনকে উদ্ধার করতে নদীর বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১