বাংলাদেশের খবর

আপডেট : ১৫ জুলাই ২০১৮

বাঞ্ছারামপুর-আড়াইহাজার ফেরি চলাচল বন্ধ হওয়ার শঙ্কা

ফেরির গ্যাংওয়ে পানিতে ডুবে গেছে ছবি : বাংলাদেশের খবর


টানা বর্ষনের ফলে বেঘনায় বর্ষার পানি বৃদ্ধি পাওয়ায় বাঞ্ছারামপুরের কড়িকান্দির ফেরির একপাড়ের গ্যাংওয়ে পানিতে ডুবে গেছে। কর্তৃপক্ষ আশু ব্যবস্থা না নিলে, যে কোন সময় বন্ধ হয়ে যেতে পারে বাঞ্ছারামপুর-আড়াইহাজার ফেরি চলাচল। এছাড়াও ফেরি চলাচলে ঘটতে পারে দূর্ঘটনা। তাছাড়াও ফেরীর দু'পাড়ে নিত্যদিন যানবাহন আটকা পড়ায় তীব্র জানজটের সৃষ্টি হয়।

রোববার বেলা ১১ টায় কড়িকান্দি ফেরিঘাট এলাকায় গিয়ে দেখা যায়, ঘাটের কড়িকান্দি পাড় তিন-চার ফুট পানির নিচে। নদীতে হঠাৎ করে বর্ষার পানি বৃদ্ধি পাওয়ায় ফেরির গ্যাংওয়ে পানিতে তলিয়ে যাচ্ছে প্রায়।

ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কার্যালয় জানায়,মেঘনা নদীতে কয়েকদিন ধরেই পানি বাড়ছে। পানি বৃদ্ধির কারণেই গ্যাংওয়ে ক্ষতিগ্রস্থ হলেও তারা সেটি শীঘ্রই মাটি ভরাট সহ বিভিন্ন ব্যবস্থা নিয়ে ফেরী চলাচল অব্যাহত রাখতে পদক্ষেপ নিবেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১