বাংলাদেশের খবর

আপডেট : ১৫ জুলাই ২০১৮

৩০ লাখ শহীদদের স্বরণে ৩০ লাখ গাছ রোপন করা হবে

আজ রোববার দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ ছবি: পিআইডি


মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের স্মরণে ৩০ লাখ চারা গাছ রোপণ করার উদ্যোগ নিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। আগামী ১৮ জুলাই সারা দেশে একযোগে ৩০ লাখ চারা গাছ রোপণ করা হবে।

আজ রোববার দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।

বিশ্ব পরিবেশ দিবস এবং জাতীয় বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে এ কর্মসূচি নিয়েছে মন্ত্রণালয়।

মন্ত্রী বলেন, এখন থেকে প্রতিবছরই একযোগে ৩০ লাখ চারা গাছ রোপণসহ অন্যান্য কর্মসূচি বাস্তবায়ন করা হবে। ৩০ লাখ শহীদের প্রতি সম্মান জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পৃক্ত করে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। ইতিমধ্যে মাঠপর্যায়ে চারা গাছ দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১