বাংলাদেশের খবর

আপডেট : ১৫ জুলাই ২০১৮

দলকে তিন নির্দেশনা দিলেন ফ্রান্সের কোচ

ফ্রান্সের কোচ দেশম ছবি : ইন্টারনেট


ফ্রান্স-ক্রোয়েশিয়া ফাইনালের মধ্য দিয়ে দিয়ে সোমবার পর্দা নামতে চলেছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই মহাযজ্ঞের ২১তম আসরের। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় বিশ্বকাপ শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ফ্রান্স-ক্রোয়েশিয়া।

বিশ্বসেরা হওয়ার জন্য নিজেদেরকে কিভাবে উজার করে দিতে হবে সে জন্য উভয় দলের কোচই তাদের শিষ্যদের পরামর্শ দিয়েছেন। অবশ্য ক্রোয়াটদের মোকাবেলা করার আগে খেলোয়ারদের তিনটি শব্দের প্রতি দৃঢ় থাকার জন্য পরামর্শ দিয়েছেন ফ্রান্সের কোচ দেশম। সেই তিনটি শব্দ হলো ‘শান্ত, আত্মবিশ্বাসী ও মনোযোগী’ থাকা। ২০১৬ সালের ইউরো কাপের ফাইনালে ফান্স যে ভুলের কারণে পূর্তগালের কাছে হেরে গেছিলো ফরাসিরা তা আর পুনরাবৃত্তি হতে দেওয়া যাবেনা। দুই বছর আগের হারের অভিজ্ঞতা থেকে তারা শিখেছে বলেও মনে করেন দেশম।

ফাইনাল ম্যাচকে সামনে রেখে ফ্রান্স কোচ দেশম বলেন, এই রকম ম্যাচ খেলাটা অনেক আনন্দের এবং সম্মানের। একজন পেশাদার ফুটবলারের জন্য বিশ্বকাপের ফাইনাল খেলার চেয়ে বেশি সুন্দর আর কিছুই নেই। ফাইনালের জন্য আমরা আমাদের সম্ভাব্য সেরা প্রস্তুতিটাই নিয়েছি। তবে আমরা অবশ্যই শান্ত, আত্মবিশ্বাসী এবং মনোযোগী থাকব। ফাইনাল ম্যাচে এই তিনটি শব্দের প্রতি ছেলেদের নজর দিতে বলেছি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১