বাংলাদেশের খবর

আপডেট : ১৫ জুলাই ২০১৮

ফেস রিকগনিশন প্রযুক্তি নিয়ন্ত্রণের আহ্বান মাইক্রোসফটের

ফেস রিকগনিশন প্রযুক্তি নিয়ন্ত্রণের আহ্বান মাইক্রোসফটের প্রতীকী ছবি


বিভিন্ন ডিভাইসের নিরাপত্তার জন্য ফেস রিকগনিশন প্রযুক্তির ব্যবহার বাড়ছে। স্মার্টফোন কিংবা অন্যান্য স্মার্ট ডিভাইসে এ প্রযুক্তির ব্যবহার এখন বেশ চোখে পড়ার মতো। তবে মাইক্রোসফট জানিয়েছে, ঠিকভাবে এ প্রযুক্তি নিয়ন্ত্রণ না করা হলে যে কেউ চাইলেই সাধারণ মানুষের ওপর নজরদারি চালাতে পারবে, যা হবে মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ।

গত শুক্রবার প্রকাশিত এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ব্র্যাড স্মিথ জানান, এ প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে সরকারি নীতিমালা এই মুহূর্তে খুবই প্রয়োজন। এজন্য অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে একটি কমিশন করারও প্রস্তাব দিয়েছেন তিনি, যে কমিশনের কাজ হবে নিয়ন্ত্রণের জন্য সর্বাধিক উপযোগী কর্মপন্থা তৈরি করা। এ ছাড়া এ প্রযুক্তি নিয়ে কখন কোন নীতিমালা প্রয়োজন সেসব বিষয়েও কংগ্রেসকে পরামর্শ দেবে কমিশন।

বেশ কয়েক বছর ধরে মাইক্রোসফটসহ অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের ডিভাইসে ফেস রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করে আসছে। তবে মানুষের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে এমন ক্ষেত্রে এ প্রযুক্তির ব্যবহারের প্রস্তাব মাইক্রোসফট নাকচ করে দিয়েছে বলেও জানিয়েছেন স্মিথ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১