বাংলাদেশের খবর

আপডেট : ১৫ জুলাই ২০১৮

সিএজি হলেন মুসলিম চৌধুরী

অর্থ বিভাগের সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী ছবি সংগৃহীত


অর্থ বিভাগের সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরীকে নতুন মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ রোববার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রশাসন অধিশাখা থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গত ২৭ এপ্রিল সাবেক সিএজি মাসুদ আহমেদ অবসরে যান। তখন থেকে পদটি শূন্য ছিল।

মোহাম্মদ মুসলিম চৌধুরী ৩ অক্টোবর ২০১৭ তারিখে সচিব হিসেবে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে যোগদান করেন। তিনি ১৯৮৪ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারে যোগদান করে কন্ট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টস, কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এবং অর্থ বিভাগের উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান বিষয়ে বিকম (সম্মান) ও এমকম এবং যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিংয়ে ডিসটিংশনসহ এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি আইএমএফ ইনস্টিটিউট এবং বিশ্বব্যাংকসহ বিভিন্ন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান থেকে সরকারি আর্থিক ব্যবস্থাপনা, ঋণ ব্যবস্থাপনা ও সামষ্টিক অর্থনীতি বিষয়ে পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেন।

চট্টগ্রামে ১৯৫৯ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন মুসলিম চৌধুরী। তার স্ত্রী সাবিনা হক একজন শিক্ষিকা। তিনি দুই সন্তানের জনক।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১