বাংলাদেশের খবর

আপডেট : ১৫ জুলাই ২০১৮

কেন্দ্রীয় কারাগারের ফটকের ছাদ ভেঙ্গে আহত ৭

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের নির্মাণাধীন প্রধান ফটকের ছাদ ধসে পড়ে ছবি: সংগৃহীত


ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের নির্মাণাধীন প্রধান ফটকের ছাদ ধসে সাত শ্রমিক আহত হয়েছেন। আজ রোববার সকালে উপজেলার রাজেন্দ্রপুরে ঢাকা-মাওয়া সড়কের পাশে অবস্থিত কারাগারে এ দুর্ঘটনা ঘটে।

আহত শ্রমিকরা হলেন- হারুন (৫০), সোহরাব (৫০), মাইনুদ্দিন (২২), রাজ্জাক (২৮), ছলিম (৩৫), দেলোয়ার (৪০) ও রিপন (৩২)।

বলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম জানান, আহতদের ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুরে সাড়ে চার হাজার বন্দি ধারণ ক্ষমতার নতুন ঢাকা কেন্দ্রীয় কারাগারটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন ২০১৬ সালের ১০ এপ্রিল। পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কারাগার থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে ঢাকা-মাওয়া সড়কের দক্ষিণে রাজেন্দ্রপুরে ৩১ একর জমির উপর নতুন এই কারাগার গড়ে তোলা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১