বাংলাদেশের খবর

আপডেট : ১৬ জুলাই ২০১৮

বরখাস্ত হয়েছেন সাম্পাওলি

হোর্হে সাম্পাওলি ছবি : ইন্টারনেট


রাশিয়া বিশ্বকাপের ফাইনালের ডামাডোলের মাঝেই বড় একটি বোমা ফাটাল আর্জেন্টাইন গণমাধ্যম। বিশ্বকাপে দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করা হোর্হে সাম্পাওলিকে বরখাস্ত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ), এমনটাই দাবি করেছে ওই দেশের ক্রীড়া পত্রিকা ‘মুন্ডো আলবিসেলেস্তে’।

এর আগে গত সপ্তাহে শোনা গিয়েছিল সাম্পাওলিকে আরেকটি সুযোগ দিয়ে দেখতে চায় এএফএ। স্পেনে অনুষ্ঠিত হতে যাওয়া একটি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে কোচ হিসেবে যাওয়ার কথা ছিল সাম্পাওলির। ওই টুর্নামেন্টের ফলাফল দেখার পরই সাম্পাওলির ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটাই জানিয়েছিল এএফএ।

কিন্তু আর্জেন্টাইন গণমাধ্যম বলছে, সাম্পাওলি ও এএফএ প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়ার সম্পর্কের এতটাই অবনতি হয়েছে যে, তাকে আর কোচের পদে রাখছে না আর্জেন্টিনা ফুটবলের অভিভাবক সংস্থাটি। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর আজ সোমবার এই ব্যাপারে ঘোষণা আসার সম্ভাবনা আছে বলেও জানিয়েছে তারা।

এ ছাড়া আর্জেন্টিনা ফুটবল অঙ্গনের পরিচিত মুখ ও বিখ্যাত সাংবাদিক হার্নান কাস্তিলোও জানিয়েছেন, আজই সাম্পাওলিকে বরখাস্ত করার চূড়ান্ত ঘোষণা আসতে পারে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সাম্পাওলি-তাপিয়ার সম্পর্কের এতটাই অবনতি হয়েছে, দুজন দুজনের সঙ্গে কথা বলাই বন্ধ করে দিয়েছেন। সাম্পাওলির আইনজীবী ফার্নান্দো বারেদেসের মধ্যস্থতাতেই এখন সাম্পাওলির সঙ্গে বাকি যোগাযোগ করবে এএফএ।

চুক্তি শেষের আগেই বরখাস্ত করায় এএফএ থেকে ২০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাওয়ার কথা সাম্পাওলির। তবে স্থানীয় মিডিয়া বলছে, সেই অর্থটাও সাম্পাওলিকে দিচ্ছে না তারা। দু’পক্ষের সমঝোতায় সাত কিস্তিতে সর্বোচ্চ ২ মিলিয়ন ডলার সাম্পাওলিকে ক্ষতিপূরণ হিসেবে দেবে এএফএ, এমনটাই জানিয়েছে তারা।

সাম্পাওলির জায়গায় কে কোচ হয়ে আসবেন সেই ব্যাপারে এখনো ধোঁয়াশা রয়ে গেছে। তবে ডিয়েগো সিমিওনে, মরিসিও পচেত্তিনো ও মার্সেলো গ্যালার্দোর নাম শোনা যাচ্ছে বেশ জোরেশোরে। এ ছাড়া হোসে পেকারম্যান, রিকার্দো গারেকা ও মাতিয়াস আলমেইদার নামও নাকি আছে এএফএ’র শর্ট লিস্টে। আর যে অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে কোচ হিসেবে যাওয়ার কথা ছিল সাম্পাওলির, সেটির দায়িত্ব দেওয়া হয়েছে দেশটির সাবেক ফুটবলার পাবলো আইমারকে।  


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১