বাংলাদেশের খবর

আপডেট : ১৬ জুলাই ২০১৮

বরিশাল সিটি নির্বাচন

আ. লীগ-বিএনপির পরিচালনা কমিটি গঠন

বরিশাল সিটি নির্বাচন প্রতীকী ছবি


বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে নিজ দলীয় মেয়র প্রার্থীর নির্বাচনী পরিচালনা-সংক্রান্ত কমিটি গঠন করেছে আওয়ামী লীগ ও বিএনপি। অন্যদিকে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন এবং নির্বাচনী ব্যয় মনিটরিংয়ে আলাদা দুটি কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নির্বাচন পরিচালনার জন্য ১৪ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে নগর আওয়ামী লীগের নেতারা রয়েছেন। সদর রোডের বিবিরপুকুর দক্ষিণ পাড় শহীদ সোহেল চত্বরে অবস্থিত আওয়ামী লীগের জেলা ও মহানগর কার্যালয়কে প্রধান নির্বাচনী কার্যালয় হিসেবে ব্যবহার করা হবে। এজন্য দলীয় কার্যালয় সংলগ্ন রাস্তার ওপর টিনের ছাউনি দিয়ে প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। পরে আরো তিনটি শাখা কার্যালয় স্থাপন করা হবে বলে জানানো হয়েছে।

দলীয় মেয়র প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের নির্বাচন পরিচালনা কমিটিতে নগর বিএনপির নেতারা রয়েছেন। সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বরের পাশে বিএনপি জেলা ও মহানগর কার্যালয়কে নির্বাচনী কার্যালয় হিসেবে ব্যবহার করা হবে। দলটির পক্ষ থেকে নগরীতে আরো তিনটি কার্যালয় স্থাপনের কথা জানানো হয়েছে। এ ছাড়া সরোয়ারের পক্ষে প্রচার চালানোর জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ২০-দলীয় জোটের এই প্রার্থীর প্রচার কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপি নেতা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে। শিগগিরই তারা বরিশালে এসে প্রচারণা শুরু করবেন।

এদিকে বিসিসি নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন এবং নির্বাচনী ব্যয় মনিটরিং করার জন্য আলাদা দুটি কমিটি গঠন করেছে ইসি। বরিশালের বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামানকে আহ্বায়ক এবং জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. হেলালউদ্দিন খানকে সদস্য সচিব করে ১৩ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. মুজিবুর রহমানকে আহ্বায়ক ও সদর উপজেলা নির্বাচন অফিসারকে সদস্য সচিব করে ৬ সদস্যবিশিষ্ট নির্বাচনী ব্যয় মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।

কমিটি গঠন ও নির্বাচনী কার্যক্রম গোছানোর পাশাপাশি প্রচারণাও চালিয়ে যাচ্ছেন মেয়র প্রার্থীরা। আওয়ামী লীগের প্রার্থী সেরনিয়াবাত গতকাল রোববার সকালে নগরীর ফকিরবাড়ী, সদর রোডসহ বিভিন্ন এলাকা গণসংযোগ করেন। এ সময় তিনি বিভিন্ন যানবাহন, পথচারী, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ করেন। প্রচারণাকালে তার সঙ্গে ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর।

এদিন বিএনপির প্রার্থী সরোয়ার গণসংযোগ করেছেন নগরীর হাটখোলা, পোর্ট রোড, পলাশপুর এলাকায়। তিনিও লিফলেট বিতরণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ও সাবেক সংসদ সদস্য বিলকিস আক্তার জাহান শিরিন, বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মেজবাহউদ্দিন ফরহাদ, সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান এবং মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১