বাংলাদেশের খবর

আপডেট : ১৬ জুলাই ২০১৮

টেস্ট র‌্যাংকিংয়ে একধাপ পতন বাংলাদেশ দলের

বাংলাদেশ টেস্ট ক্রিকেট দল সংরক্ষিত ছবি


টেস্ট র‌্যাংকিংয়ে মাত্র আড়াই মাস আট নম্বরে কাটিয়ে আবারো নয়ে বাংলাদেশ। টাইগারদের হোয়াইটওয়াশ করে আট নম্বর জায়গা পুনরুদ্ধার করলো ওয়েস্ট ইন্ডিজ।

সিরিজ শুরুর আগে ৩ পয়েন্টে এগিয়ে ছিল বাংলাদেশ। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ৭২ পয়েন্ট নিয়ে ছিল র্যাং কিংয়ে ৯ নম্বরে।

সিরিজ শেষে ৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশকে টপকে যায় ওয়েস্ট ইন্ডিজ। ৮ পয়েন্ট হারিয়ে ৬৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান এখন ৯ নম্বরে।
যদিও নয় থেকে নিছে নামার কোন সম্ভাবনাই নেই আপাতত। কেন না, ১০ নম্বরে থাকা জিম্বাবুয়ের আছে মাত্র ২ পয়েন্ট।

বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৭৭। বাংলাদেশের কমে হয়েছে ৬৭। ওয়েস্ট ইন্ডিজ এর পরের সিরিজ খেলবে র‌্যাংকিংয়ের শীর্ষ দল ভারতের বিপক্ষে। বাংলাদেশের পরের সিরিজের সম্ভাব্য প্রতিপক্ষ অক্টোবরে জিম্বাবুয়ে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১