বাংলাদেশের খবর

আপডেট : ১৭ জুলাই ২০১৮

আওয়ামী লীগ সরকার শিক্ষাবান্ধব: মহিউদ্দিন খান আলমগীর

কচুয়া কোয়া কোট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বহুতল ভবনের উদ্বোধন শেষে মোনাজাত করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর ছবি: বাংলাদেশের খবর


আওয়ামী লীগ সরকার শিক্ষাবান্ধব সরকার উল্লেখ করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ড. মহিউদ্দীন খান আলমগীর বলেছেন, ২৪ হাজার প্রাথমিক বিদ্যালয়কে একসঙ্গে জাতীয়করণ করতে সক্ষম হয়েছে জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার কচুয়া কোয়া কোট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বহুতল ভবনের উদ্বোধন শেষে শিক্ষকদের সঙ্গে মতবিনিয়কালে তিনি এ সব কথা বলেন।

মহিউদ্দিন খান আলমগীর বলেন, প্রতি বছরের জানুয়ারী মাসে প্রায় এক যুগ সব শিক্ষার্থীদের হাতে সরকার বিনা মূল্যে বই পৌঁছে দিচ্ছে। শিক্ষার মানন্নোয়নে নতুন নতুন স্কুল, কলেজ ও মাদ্রাসার ভবন করছে। প্রাইমারী স্কুলের শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করছে।

তিনি বলেন, কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। সঠিক সময়ে শেখ হাসিনার নেতৃত্বে এদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কার বিকল্প নেই।

উপজেলা শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কামাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. শাহ্জাহান শিশির, উপজেলা নির্বাহী অফিসার নিলিমা আফরোজ, ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা শহীদ, উপজেলা শিক্ষা অফিসার ইকবাল মনসুর প্রমূখ।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১