বাংলাদেশের খবর

আপডেট : ১৮ জুলাই ২০১৮

দেবীদ্বার উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

জাল দলিলের মাধ্যমে জমি আত্মসাতের অভিযোগে করা মামলায় কুমিল্লার দেবীদ্বার উপজেলার চেয়ারম্যান রুহুল আমিনকে গ্রেফতার করা হয়েছে ছবি: সংগৃহীত


জাল দলিলের মাধ্যমে জমি আত্মসাতের অভিযোগে করা মামলায় কুমিল্লার দেবীদ্বার উপজেলার চেয়ারম্যান রুহুল আমিনকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার রাজধানীর শান্তিনগর এলাকা থেকে সিআইডির অর্গানাইজড ক্রাইমের সিরিয়াস ক্রাইম স্কোয়াড শাখার একটি টিম তাকে গ্রেফতার করে।

সিআইডি কর্মকর্তারা জানান, মো. আব্দুল হাকিম নামে এক ব্যক্তির আশুলিয়া থানার ‘পূর্ব নরসিংহপুর’ মৌজার ১৩৭ দশমিক ৫০ শতাংশ জমি নিজের নামে জাল দলিল করে দখল করেছিল চেয়ারম্যান রুহুল আমিন। যার আনুমানিক মূল্য ১১ কোটি টাকা।

এই কর্মকর্তা আরও জানান, জমির মালিক মো. আব্দুল হাকিম গত ২৮ এপ্রিল আশুলিয়া এসিল্যান্ড অফিসের এক নোটিশের মাধ্যমে জানতে পারেন,  রুহুল আমিন ওই জমির নামজারি /জমা খারিজের জন্য আবেদন করেছেন। তিনি এসিল্যান্ড অফিসে যোগাযোগ করলে সেখান থেকে তাকে জানানো হয়, রুহুল আমিন চারটি জাল দলিল তৈরি করে ওই জমির মালিকানা দাবি করছেন। এরপর জমির মালিক গত ২৫ মে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে সিআইডি’র অর্গানাইজড ক্রাইমের সিরিয়াস ক্রাইম স্কোয়াড। ওই মামলায় বুধবার তাকে ঢাকার শান্তিনগর থেকে গ্রেফতার করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১