বাংলাদেশের খবর

আপডেট : ২০ জুলাই ২০১৮

আকাশজোড়া মেঘ

‘আকাশজোড়া মেঘ’-নাটকের একটি দৃশ্য সংরক্ষিত ছবি


তাসিক ভ্যাগাবন্ড টাইপের পেইন্টার। সারাদিন যেখানে ভালো লাগে গিয়ে ছবি আঁকে। মাঝে মাঝে নিরুদ্দেশে বেরিয়ে যায়। আর রাতে শহরটা শান্ত হয়ে এলে নিশাচরের মতো বেরিয়ে পড়ে। অথচ খ্যাতি নিজে থেকেই এসে তাকে ধরা দিয়েছে। মেয়েরা তার সঙ্গে একটু কথা বললে, মিশলেই প্রেমে পড়ে  যায়। ব্যাপারটাকে সে কখনোই মিসইউজ করেনি। আসলে যে ফ্রিডমের মাঝে সে থাকে, তাকে কোনো ফ্রেমে বাঁধার ইচ্ছে তার নেই আপাতত। কিন্তু লাইফ কি সবসময় ইচ্ছেমতো চলে?

তাসিক যেখানে ছবি আঁকতে যায়, সেখানে আসে অসম্ভব রূপসী একটি মেয়ে। কেমন উদাস মেয়েটা! সে দাঁড়িয়ে থাকে, হাঁটতে হাঁটতে এসে ছবি আঁকা দেখে, একটা কথাও বলে না। রহস্য রহস্যই থেকে যায়।

এমন রহস্যের গল্প নিয়েই তৈরি হয়েছে নাটক ‘আকাশজোড়া মেঘ’। হাবিব জাকারিয়া উল্লাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তবিবুর রহমান আরিফ। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, তানজিন তিশা প্রমুখ। আজ রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে নাটকটি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১