বাংলাদেশের খবর

আপডেট : ২০ জুলাই ২০১৮

৩২ লাখ টাকার জাল নোটসহ আটক ৪

কল্যাণপুরে অভিযান চালিয়ে ৩২ লাখ জাল টাকাসহ চারজনকে গ্রেফতার করেছে ডিবির পশ্চিম বিভাগ ছবি: সংগৃহীত


রাজধানীর কল্যাণপুরে অভিযান চালিয়ে ৩২ লাখ জাল টাকাসহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) পশ্চিম বিভাগ।

গ্রেফতারকৃতরা হচ্ছে- মো. জসিম মোড়ল (৩০), মো. আব্দুল জলিল (২৮), সাগর ওরফে রিপন দাশ (৩০) ও মো. জালাল উদ্দিন (২৮)।এসময় তাদের কাছ থেকে ৩২ লাখ টাকা মূল্যের জাল নোট উদ্ধার করা হয়। এ ব্যাপারে মিরপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

গোয়েন্দা (ডিবি) পশ্চিম বিভাগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কল্যাণপুর বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে ডিবি-পশ্চিমের অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিম মোক্তার হোসেনের চায়ের দোকানের সামনে থেকে জাল টাকাসহ তাদেরকে গ্রেফতার করে।

গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, ৫ থেকে ৬ বছর তারা পরস্পর যোগসাজশে বাংলাদেশী জালনোটসহ বিভিন্ন দেশের জাল মুদ্রা প্রস্তুত ও বাজারজাত করে আসছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১