বাংলাদেশের খবর

আপডেট : ২৪ জুলাই ২০১৮

অভিনয় ছাড়ছেন তমালিকা

অভিনেত্রী তমালিকা কর্মকার সংরক্ষিত ছবি


তমালিকা কর্মকার। মঞ্চ ও টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেত্রী। হুমায়ূন আহমেদের ‘ঘেঁটুপুত্র কমলা’ ছবিতেও অভিনয় করেছিলেন তিনি। অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকমনে জায়গা করে নিয়েছেন এ অভিনেত্রী। গত ১৮ জুলাই জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে সর্বশেষ পারফর্ম করেছেন তিনি।

নতুন খবর হলো— সবকিছু ছেড়ে অবসরে যাচ্ছেন জনপ্রিয় এই অভিনেত্রী। শোবিজ ছেড়ে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখানে স্থায়ীভাবে বসবাস করার চিন্তা করছেন তিনি। এমনটাই জানিয়েছেন তমালিকার ঘনিষ্ঠজনের মধ্যে একজন। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘তমালিকার হাতে এখন আগের মতো কাজ নেই। জীবনযাপনের জন্য টানাপড়েনে ভুগছিলেন তিনি। তাই যুক্তরাষ্ট্রে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। গত রোববার যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়েন তমালিকা কর্মকার।’

‘রাঢ়াঙ’, ‘ময়ূর সিংহাসন’, ‘বিদ্যাসাগর’ নাটকের মাধ্যমে মঞ্চে অসংখ্যবার দর্শক মাত করেছেন তমালিকা। ‘অন্য জীবন’ ছবিতে অভিনয় করার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার। ২০০২ সালে ‘কিত্তনখোলা’ ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিলেন তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১