বাংলাদেশের খবর

আপডেট : ২৪ জুলাই ২০১৮

জাপানে বাণিজ্যমন্ত্রী

বিনিয়োগের জন্য লাভজনক বাংলাদেশ

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ছবি: সংগৃহীত


বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য খুবই উপযোগী ও লাভজনক স্থান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ১০০ স্পেশাল ইকোনমিক জোনে জাপানের বিনিয়োগকারীরা বিনিয়োগ করলে লাভবান হবেন। তিনি বলেন, বাংলাদেশ সরকার এ বিষয়ে সব ধরনের সহযোগিতা প্রদান করছে।’

বাণিজ্যমন্ত্রী গতকাল সোমবার জাপানের রাজধানী টোকিওতে কিওই নাদামান হোটেলে জাপানের পররষ্ট্রবিষয়ক পার্লামেন্টারি ভাইস মিনিস্টার ইয়াও হোরির সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার সময় এসব কথা বলেন।

জাপানি বিনিয়োগকারীদের উদ্দেশে তোফায়েল আহমেদ বলেন, বিনিয়োগকারীরা কম মূল্যে উন্নতমানের পণ্য উৎপাদন করে রফতানি করে লাভবান হতে পারবেন। সরকার বিনিয়োগকারীদের বিশেষ সুযোগ সুবিধা প্রদান করছে। এখানে বিনিয়োগকারীরা শতভাগ বিনিয়োগ করে লাভসহ বিনিয়োগকৃত অর্থ ফিরিয়ে নিতে পারেন। সরকার আইন প্রণয়ন করে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ করেছে।

আলোচনাকালে জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ করতে জাপানি ভাইস মিনিস্টারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। পরে জাপান ও বাংলাদেশের মধ্যে নিয়মিত ‘পাবলিক-প্রাইভেট ইকোনমিক ডায়ালগের’ চতুর্থ বৈঠক ঢাকায় অনুষ্ঠানের প্রস্তাবও দেন তিনি।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জাপানিদের ওপর থেকে বাংলাদেশ সফরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে সে দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, জাপান বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র। উভয় দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। আগামী দিনগুলোতে এ সম্পর্ক আরো জোরদার হবে।

মন্ত্রী বলেন, জাপানিদের বিষয়ে নিষেধাজ্ঞা থাকার সঙ্গত কোনো কারণ নেই। এ নিয়ে জাপান সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করলে বাংলাদেশ খুশি হবে।

এ সময় জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, এফবিসিসিআই প্রেসিডেন্ট শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএ প্রেসিডেন্ট মো. সিদ্দিকুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং ডিটিও মো. ওবায়দুল আযমসহ ব্যবসায়ী প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১