বাংলাদেশের খবর

আপডেট : ২৪ জুলাই ২০১৮

লাওসে বন্যায় বাঁধ ভেঙে নিখোঁজ শতাধিক, বহু প্রাণহানি

লাওসের আট্টাপু প্রদেশের জাইপিয়ান-জে নাম নয় বাঁধ ছবি : বিবিসি


দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ লাওসে আকস্মিক বন্যায় একটি বাঁধ ভেঙে শতাধিক মানুষ নিখোঁজ ও অনেকের প্রাণহানি ঘটেছে। দেশটির দক্ষিণ-পূর্ব এলাকার আট্টাপু প্রদেশে একটি জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ ভেঙে এই দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। তবে নিহতের সংখ্যা নিশ্চিত করা হয়নি। লাওসের বার্তা সংস্থার বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে সোমবার রাতে আতাপ্পু প্রদেশের ওই বাঁধ ভেঙে ছয়টি গ্রাম প্লাবিত হলে এসব মানুষের প্রাণহানি ও অনেকে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে।

গতকাল সোমবার রাতের কোনো এক সময় বাঁধটি ভেঙে ছয়টি গ্রামে এই আকস্মিক বন্যা দেখা দেয়। লাওসের গণমাধ্যমে বলা হয়েছে, অনেকের প্রাণহানি ঘটেছে। শত শত মানুষ নিখোঁজ। ওই আকস্মিক বন্যায় ৬ হাজার ৬০০ মানুষ ঘরবাড়ি হারিয়েছে।

‘জাইপিয়ান-জে নাম নয়’ নামের বাঁধটি বিধ্বস্ত হওয়ার কোনো কারণ জানা যায়নি। লাওসের প্রধানমন্ত্রী থংলুন সিসলথ সব সরকারি আলোচনা বাতিল করে কর্মকর্তাদের নিয়ে বন্যাদুর্গত সানম্যাক্সে জেলা ত্রাণ কার্যক্রম পরিদর্শন করছেন।

স্থানীয় কর্তৃপক্ষ সরকারসহ অন্যদের কাছে জরুরি সাহায্য চেয়ে আবেদন করেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১