বাংলাদেশের খবর

আপডেট : ২৫ জুলাই ২০১৮

প্রধানমন্ত্রীকে কটূক্তি

চবি শিক্ষকের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলাম সংগৃহীত ছবি


সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে। গত সোমবার রাতে চবি শাখা ছাত্রলীগের সাবেক নির্বাহী সদস্য মো. ইফতেখার উদ্দিন আয়াজ তথ্যপ্রযুক্তি আইনে হাটহাজারী থানায় মামলাটি করেন। থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে ওই শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু পরিষদ। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধন শেষে চবি উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন।

বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রফেসর ড. রাশেদুন্নবীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মশিবুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরী, দর্শন বিভাগের প্রফেসর ড. এফএম এনায়েত হোসেন, শারীরিক শিক্ষা বিভাগের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু পরিষদের কোষাধ্যক্ষ রাকিবুল মওলা, সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আরিফুর রহমান বাবু, কর্মচারী সমিতির সাবেক সভাপতি ও বঙ্গবন্ধু পরিষদের দফতর সম্পাদক ওমর ফারুক, বঙ্গবন্ধু পরিষদের সদস্য শুক্কুর মিয়া, দেলোয়ার হোসেনসহ প্রমুখ। কোটা সংস্কার নিয়ে ফেসবুকে নিজের মতামত লিখে ছাত্রলীগের ক্রমাগত হুমকিতে থাকা অধ্যাপক মাইদুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নিজের নিরাপত্তা চেয়েছেন। হুমকির মুখে গত ১৫ জুলাই থেকে তিনি ক্যাম্পাসছাড়া।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১