বাংলাদেশের খবর

আপডেট : ২৫ জুলাই ২০১৮

বাচ্চাদের যত্নে ব্যস্ত মা ময়ূর

পার্কের ক্রাউন ফ্রিজেন্ট অ্যাভিয়ারিতে বাচ্চাদের পাহারা দিচ্ছে মা ময়ূর ছবি : বাংলাদেশের খবর


গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ক্রাউন ফ্রিজেন্ট অ্যাভিয়ারিতে ফুটেছে ময়ূরের কয়েকটি ফুটফুটে বাচ্চা। এ বেষ্টনীতে ঘুরে বেড়াচ্ছে ছানাগুলো। ঘাসের ফাঁকে ফাঁকে উঁকি দিয়ে মাঝেমধ্যেই চলে আসে পরিষ্কার স্থানে। এ সময় চোখে পড়ে কয়েকটি ছানা।

এদিকে বেশ কিছু ডিম থেকে পার্কের ইনকিউবেটরেও বাচ্চা ফুটাচ্ছে পার্ক কর্তৃপক্ষ। সম্প্রতি নেচারালভাবে পাঁচটি বাচ্চার জন্ম হলেও কয়েক দিন হলো চোখে পড়ছে। এখন বেশি নজরে রাখা হচ্ছে বাচ্চাগুলোকে।

জানা গেছে, কক্সবাজারের ডুলাহাজরা সাফারি পার্ক ও বিভিন্ন সময় চোরাকারবারিদের কাছ থেকে উদ্ধার হওয়া ২০-২৫টি ময়ূর সাফারি পার্কের ক্রাউন ফ্রিজেন্ট অ্যাভিয়ারিতে ছাড়া হয়। এর মধ্যে বেশ কয়েকবার বাচ্চা ফুটিয়েছে এ পার্কেই। এখানে সাদা ময়ূরসহ ৮০টি ময়ূর রয়েছে। ক্যাঙারু বেষ্টনীর পাশেই রয়েছে সুবিশাল ক্রাউন ফ্রিজেন্ট অ্যাভিয়ারি। ওপরে নেট দিয়ে ঘিরে রাখা হয়েছে ময়ূরগুলোকে। এর মধ্যে বেশ কয়েকটি ময়ূর প্রকৃতিতে ছেড়ে দেওয়া হয়েছে।

ওয়াইল্ড লাইফ জুনিয়র স্কাউট মো. জাহাঙ্গীর আলম জানান, পার্কে এখন ছোট পাঁচটি বাচ্চা রয়েছে। ইউকিউবেটরে ফুটেছে বড় ২৫টি বাচ্চা।

তিনি বলেন, ময়ূর সাধারণত শাক খায়। পার্কে ঘাস, ফুলের রেণু, ভুট্টা, গমসহ বিভিন্ন শাক খেতে দেওয়া হয়।

ওয়াইল্ড লাইফ সুপারভাইজার আনিসুর রহমান বলেন, ময়ূর এ দেশে প্রকৃতিতে অনেক আগেই বিলুপ্ত হয়ে গেছে। ময়ূর ভারতের জাতীয় পাখি ও মিয়ানমারের জাতীয় প্রতীক। ওই অঞ্চলে অনেক বেশি চোখে পড়ে। ময়ূর তিন থেকে পাঁচ কেজি ওজন হয়ে থাকে। ১৮-২০ মাসে প্রাপ্তবয়স্ক হয়। ৫-৬টি ডিম দেয় ময়ূরী। বর্ষাকাল হলো ময়ূরের প্রকৃত প্রজনন মৌসুম। ময়ূর প্রায় ২৫ বছর পর্যন্ত বাঁচে।

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, অল্প কয়েক দিন হলো এ পার্কে যোগদান করেছি। বিভিন্ন সময় গণমাধ্যমের সুবাধে এ পার্কের বিরল প্রাণী জন্মের খবর পড়েছি। সম্প্রতি সাদা সিংহ ও ময়ূর বাচ্চা দিয়েছে। পার্কটি দিন দিনই আরো আকর্ষণীয় হবে। দর্শনার্থীরা আরো বেশি আনন্দ উপভোগ করবে এ পার্কে ঘুরতে এসে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১