বাংলাদেশের খবর

আপডেট : ২৫ জুলাই ২০১৮

কেয়া কসমেটিকসের সব পরিচালককে জরিমানা

লোগো কেয়া কসমেটিকস লিমিটেড সংরক্ষিত ছবি


নির্ধারিত সময়ে প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন দাখিল না করায় কেয়া কসমেটিকস লিমিটেডের সব পরিচালককে (স্বতন্ত্র ও মনোনীত পরিচালক বাদে) জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটি ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন নির্ধারিত সময়ে প্রকাশ না করায় স্বতন্ত্র ও মনোনীত পরিচালক বাদে অন্য সব পরিচালককে এক লাখ টাকা করে জরিমানা ধার্য করেছে বিএসইসি। 

বিএসইসি নির্দেশনা অনুযায়ী, জীবনবীমা কোম্পানি ছাড়া অন্য সব সিকিউরিটিজকে প্রথম প্রান্তিক শেষ হওয়ার পরবর্তী ৪৫ দিনের সংশ্লিষ্ট প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে হবে। আর দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের ক্ষেত্রে কোম্পানিগুলো সর্বোচ্চ এক মাস সময় পায়। পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান ছাড়া অন্যসব কোম্পানির হিসাব বছর শুরু হয় ১ জুলাই থেকে। এ হিসাবে প্রথম প্রান্তিক শেষ হয় সেপ্টেম্বর মাসে। আর বিএসইসির নির্দেশনা অনুসারে, প্রথম প্রান্তিক ১৫ নভেম্বরের মধ্যে প্রকাশ করতে হয়। তবে কেয়া কসমেটিকস ২০১৭-১৮ হিসাব বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করে ২০ ডিসেম্বর। নির্ধারিত সময়ে প্রথম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ করতে ব্যর্থ হওয়ায় গতকাল কমিশনের নিয়মিত সভায় কোম্পানির সব পরিচালককে জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে শুধু প্রথম প্রান্তিক নয়, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের প্রতিবেদনও নির্ধারিত সময়ে প্রকাশ করতে ব্যর্থ হয়েছে কেয়া কসমেটিকস। চলতি বছরের জানুয়ারির মধ্যে প্রথম প্রান্তিক ও এপ্রিলের মধ্যে তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। তবে গতকালও এসব প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ করেনি কোম্পানিটি। কেয়া কসমেটিকস প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি ৬৬ পয়সা আয় দেখিয়েছে। ১০ টাকা অভিহিত মূল্যের এ কোম্পানির শেয়ার গতকাল ৮ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১