বাংলাদেশের খবর

আপডেট : ২৫ জুলাই ২০১৮

ইউরোমানি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল আইডিএলসি ইনভেস্টমেন্টস

ইউরোমানি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল আইডিএলসি ইনভেস্টমেন্টস ছবি : বাংলাদেশের খবর


দেশের বিনিয়োগ প্রতিষ্ঠান আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড ইউরোমানি ২০১৮ অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্সে ‘বেস্ট ইনভেস্টমেন্ট ব্যাংক ইন বাংলাদেশ’ হিসেবে নির্বাচিত হয়েছে।

আইডিএলসি ইনভেস্টমেন্টসের মুনাফার অনুপাত, প্রতিযোগীদের মধ্যে তুলনামূলক অবস্থান, বিভিন্ন উদ্ভাবনী পণ্য এবং সেবা দেওয়ার মাধ্যমে গ্রাহক সন্তুষ্টির স্বীকৃতিস্বরূপ এই সাফল্য অর্জন।

এক অনুষ্ঠানে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর আরিফ খান এবং আইডিএলসি ইনভেস্টমেন্টসের ম্যানেজিং ডিরেক্টর মো. মনিরুজ্জামান আইডিএলসির পক্ষ থেকে এই পুরস্কার গ্রহণ করেন।

পুরস্কার নেওয়ার পর আরিফ খান বলেন, ‘আইডিএলসি গত ৩৩ বছর সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করছে। এ পুরস্কার ইনভেস্টমেন্ট ব্যাংকিং, পোর্টফোলিও ম্যানেজমেন্ট এবং মার্জিনলেন্ডিংয়ের ক্ষেত্রে বিভিন্ন সেবার মাধ্যমে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের সুশাসন, বিনিয়োগ সাফল্য এবং যুগান্তকারী সব চুক্তি সম্পন্নের একটি স্বীকৃতি।

১৯৯২ সালে প্রতিষ্ঠিত ইউরোমানি পুরস্কার প্রোগ্রাম এ বছর প্রায় ১৫০০ আবেদনকারীর মধ্য থেকে ২০টি আন্তর্জাতিক পুরস্কার, পঞ্চাশের বেশি আঞ্চলিক পুরস্কার এবং প্রায় ১০০টির কাছাকাছি দেশে সেরা ব্যাংক এবং সেরা ইনভেস্টমেন্ট ব্যাংককে পুরস্কার দেওয়া হয়। বিজ্ঞপ্তি


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১