বাংলাদেশের খবর

আপডেট : ২৫ জুলাই ২০১৮

আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টকে সতর্ক করল বিএসইসি

লোগো বিএসইসি সংরক্ষিত ছবি


বিনিয়োগকারীদের প্রাপ্ত রাইট শেয়ার নিজস্ব পত্রকোষে নেওয়ার চেষ্টা চালানোয় আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টকে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল মঙ্গলবার বিএসইসির নিয়মিত সভায় এ সতর্কবার্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

নিয়মিত সভা শেষে বিএসইসির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিএমএল) তাদের ২৫ জন বিনিয়োগকারীর পক্ষে সাইফ পাওয়ার টেকের ১৮ হাজার ৫৮২টি রাইট শেয়ারের আবেদন না করে উক্ত শেয়ারগুলো প্রতিষ্ঠানটি তাদের নিজস্ব পোর্টফোলিওতে (পত্রকোষ) প্রাপ্তির লক্ষ্যে আবেদন করে। এক্ষেত্রে আইসিএমএল উক্ত বিনিয়োগকারীদের সম্মতিও নেয়নি। এতে ২০১৫ সালের ১৪ মে দেওয়া কমিশনের আদেশ লঙ্ঘন হয়েছে। উক্ত আইন ভঙ্গের দায়ে আইসিএমএলকে সতর্ক করার পাশাপাশি ১৮ হাজার ৫৮২টি রাইট শেয়ারের আবেদন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

এদিকে নির্ধারিত সময়ে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন দাখিল না করায় ডিএসইর ট্রেকহোল্ডার ইউনিক শেয়ার ম্যানেজমেন্ট, এবি এন্ড কোম্পানি ও অ্যালায়েন্স সিকিউরিটিজ অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেডকে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১