বাংলাদেশের খবর

আপডেট : ২৫ জুলাই ২০১৮

সর্বোচ্চ দর বেড়েছে গ্লোবাল হেভি কেমিক্যালের

লোগো গ্লোবাল হেভি কেমিক্যাল সংরক্ষিত ছবি


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার দর বাড়ার শীর্ষ দশ কোম্পানির তালিকায় সবার ওপরে ছিল গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ৪ টাকা ৭০ পয়সা। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী গতকাল শেয়ারটি সবশেষ ৫১ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটির ১৭ লাখ ৩৪ হাজার ২৩৯টি শেয়ার এক হাজার ৫১২ বারে লেনদেন হয়, যার বাজারমূল্য ৮ কোটি ৬৭ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আইটি কনসালট্যান্স লিমিটেড। গতকাল কোম্পানিটির দর বেড়েছে ৪ টাকা ৮০ পয়সা। এদিন কোম্পানিটির শেয়ার সবশেষ ৫৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটির ২৮ লাখ ৬৭ হাজার ৪০৮টি শেয়ার এক হাজার ৯৫৭ বারে লেনদেন হয়, যার বাজারমূল্য ১৪ কোটি ৮০ লাখ টাকা।

তালিকার অন্য কোম্পানিগুলো হলো- ড্রাগন সোয়েটার, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, এএফসি অ্যাগ্রো, সায়হাম টেক্সটাইল, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ও সেন্ট্রাল ইন্স্যুরেন্স।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১