বাংলাদেশের খবর

আপডেট : ২৫ জুলাই ২০১৮

ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্টের দুটি মেয়াদি ফান্ডের লভ্যাংশ ঘোষণা

সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড সংরক্ষিত ছবি


ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ব্যবস্থাপনাধীন সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ২০১৭-১৮ অর্থবছরে যথাক্রমে ১৩% এবং ১৪% লভ্যাংশ ঘোষণা করেছে।

গতকাল মঙ্গলবার ফান্ড দুটির ট্রাস্টি কমিটির বৈঠকে ৩০ জুন, ২০১৮ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়। আলোচ্য বছরে সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের নিট মুনাফা হয়েছে ১৪ কোটি ১ লাখ টাকা। আর ইউনিটপ্রতি আয় হয়েছে ১ টাকা ৪১ পয়সা। অন্যদিকে এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ডের নিট মুনাফা হয়েছে ৮ কোটি ২ লাখ টাকা। আর ইউনিটপ্রতি আয় হয়েছে ১ টাকা ৬৩ পয়সা।

ফান্ড দুটির লভ্যাংশের রেকর্ড ডেট আগামী ১৪ আগস্ট নির্ধারণ করা হয়েছে। লভ্যাংশের টাকা প্রথমে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে পাঠানো হবে। যারা বিইএফটিএনের মাধ্যমে টাকা পাবেন না, তাদের জন্য চেক ইস্যু করা হবে। এই চেক ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্টের অফিস থেকে সংগ্রহ করা যাবে। উল্লেখ্য, মার্জিন শ্রেণিভুক্ত গ্রাহকদের লভ্যাংশ একত্রে তাদের সংশ্লিষ্ট ডিপিকে পাঠানো হবে। বিজ্ঞপ্তি

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১