বাংলাদেশের খবর

আপডেট : ২৫ জুলাই ২০১৮

উবারের গাড়িতে গোপন ক্যামেরা, ভিডিও স্ট্রিমিং টুইচে

গাড়ির ভেতর গোপন ক্যামেরা প্রতীকী ছবি


যাত্রীদের অগোচরে গাড়ির ভেতর গোপন ক্যামেরা বসিয়ে লাইভ ভিডিও স্ট্রিমিংয়ের অভিযোগে এক চালককে বরখাস্ত করেছে উবার। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইসে।

স্থানীয় একটি সংবাদপত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, জ্যাসন গারগাক নামের এই উবার চালক পুরো যাত্রাপথেই গোপন ক্যামেরা চালু রাখতেন। এ ভিডিও লাইভ স্ট্রিমিং করা হতো টুইচ নামের ভিডিও স্ট্রিমিং সাইটে। মূলত গাড়িতে যাত্রীদের বিভিন্ন অন্তরঙ্গ মুহূর্ত, আলাপচারিতাসহ বিভিন্ন বিষয় এ ক্যামেরার মাধ্যমে স্ট্রিমিং করা হতো।

মিসৌরি অঙ্গরাজ্যের নিয়ম অনুসারে গাড়িতে ক্যামেরা স্থাপন করা বৈধ, তবে সেক্ষেত্রে যথাযথ অনুমতির প্রয়োজন রয়েছে। তবে কারো ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন হয় এমন ভিডিও স্ট্রিমিংয়ের ক্ষেত্রে আইনের কড়াকড়ি রয়েছে সেখানে।

ইতোমধ্যেই জ্যাসনের টুইচ অ্যাকাউন্টটি বাতিল করা হয়েছে। লিফট কর্তৃপক্ষও তার অ্যাকাউন্টটি বন্ধ করে দিয়েছে।

এক বিবৃতিতে উবার জানিয়েছে, কোনো চালকের এমন আচরণ উবারের নীতিমালা পরিপন্থি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১