বাংলাদেশের খবর

আপডেট : ২৫ জুলাই ২০১৮

পাকিস্তানে ভোটের দিনে বোমা হামলা, নিহত ৩১

পাকিস্তানের ভোটের দিনে আত্মঘাতি বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছে ছবি: সংগৃহীত


পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নগরী কোয়েটায় ভোটের দিনে আত্মঘাতি বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩৫ জন।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির ইংরেজি সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, আজ বুধবার সকাল থেকে পাকিস্তানের জাতীয় নির্বাচন শুরু হয়। এর কিছু পরেই বেলুচিস্তান প্রদেশের কোয়েটার পূর্বাংশের বাইপাস এলাকায় একটি ভোটকেন্দ্রের কাছে এই হামলার ঘটনা ঘটে।

কোয়েটার স্থানীয় প্রশাসনের কর্মকর্তা হাশিম গিলজাই বলেন, হামলাকারী ভোটকেন্দ্রে প্রবেশের চেষ্টা চালাচ্ছিল। পুলিশ তাকে থামানোর চেষ্টা করলে সে বিস্ফোরণ ঘটায়।

কোয়েটা পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মহসিন ভাট বলেন, ‘খুব সম্ভবত এটি একটি আত্মঘাতী বোমা হামলা। নিহতদের মধ্যে বেসামরিক লোকজনও রয়েছে।’

তিনি বলেন, ইতোমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি-সিটিডি) আয়েজাজ আহমেদ গোলায়া জানিয়েছেন, বোমা বিস্ফোরণের পর থেকে ভোটকেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ রাখা রয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১