বাংলাদেশের খবর

আপডেট : ২৫ জুলাই ২০১৮

বাড়ছে অ্যান্ড্রয়েড ওরিওর ব্যবহারকারী

স্মার্টফোনের জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ছবি : ইন্টারনেট


স্মার্টফোনের জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ ওরিওর ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। গুগলের সর্বশেষ হিসাবে দেখা গেছে, বর্তমানে মোট অ্যান্ড্রয়েড ডিভাইসের ১০.১ শতাংশ চলছে অ্যান্ড্রয়েড ৮.০ ওরিও অপারেটিং সিস্টেমে, যা গত মে মাসেও ছিল ৫.৭ শতাংশ। জুলাই পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে এ কথা জানিয়েছে গুগল। সাত দিনের মধ্যে একবার হলেও প্লে-স্টোর ভিজিট করেছে, এমন ডিভাইসগুলোকেই এ তালিকায় ধরা হয়েছে।

গুগল বলছে, ওরিও ৮.০-এর ব্যবহার বাড়লেও বাড়ছে না নতুন সংস্করণ ওরিও ৮.১ ব্যবহারের পরিমাণ। এ সংস্করণে চলছে মাত্র ২.১ শতাংশ ডিভাইস। সব মিলিয়ে মাত্র ১২.১ শতাংশ অ্যান্ড্রয়েড ডিভাইস চলছে এ অপারেটিং সিস্টেমটিতে। অন্যদিকে ৩০.৮ শতাংশ অ্যান্ড্রয়েড ফোনে রয়েছে ন্যুগাট ৭.০ এবং ন্যুগাট ৭.১। বর্তমানে এ সংস্করণেই চলছে সবচেয়ে বেশি অ্যান্ড্রয়েড ডিভাইস। অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো রয়েছে ২৩.৫ শতাংশ ডিভাইসে। অ্যান্ড্রয়েডের অপর জনপ্রিয় সংস্করণ ললিপপ রয়েছে ২০.৪ শতাংশ অ্যান্ড্রয়েড ডিভাইসে।

উল্লেখ্য যে, আইফোনের সর্বশেষ সংস্করণ আইওএস ১১ উন্মুক্ত হয়েছে খুব বেশিদিন হয়নি। তবে মে মাসে পাওয়া হিসাব অনুযায়ী ইতোমধ্যেই ৮১ শতাংশ আইফোন এবং আইপ্যাডে অপারেটিং সিস্টেমটি ইনস্টল করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১