বাংলাদেশের খবর

আপডেট : ২৫ জুলাই ২০১৮

কল্পরঞ্জন চাকমা আর নেই

আওয়ামী লীগ নেতা ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রথম মন্ত্রী কল্পরঞ্জন চাকমা ছবি: সংরক্ষিত


আওয়ামী লীগ নেতা ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রথম মন্ত্রী কল্পরঞ্জন চাকমা আর নেই।আজ বুধবার দুপুর ১২টায় মগবাজারের ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃ্ত্যুকালে কল্পরঞ্জনের বয়স হয়েছিল ১০০ বছর।

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও টানা দুই বারের নির্বাচিত সংসদ সদস্য কল্পরঞ্জন চাকমাবার্ধক্যজনিত কারণে এবং ডান পায়ে চোট নিয়ে এই হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের তানভির আহমেদের অধীনে তিনি চিকিৎসাধীন ছিলেন।

১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পর ১৯৯৮ সালের ৬ মে স্থানীয় সরকার পরিষদ আইন সংশোধন ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন সংসদে পাস হওয়ার পর ১৫ জুলাই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পান কল্পরঞ্জন চাকমা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১