বাংলাদেশের খবর

আপডেট : ২৬ জুলাই ২০১৮

ইমরানের পিটিআই এগিয়ে

পাকিস্তানে ১১তম জাতীয় সংসদ নির্বাচনে এগিয়ে আছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ছবি: সংগৃহীত


পাকিস্তানে ব্যাপক রক্তপাতের মধ্য দিয়ে অনুষ্ঠিত ১১তম জাতীয় সংসদ নির্বাচনের এগিয়ে আছে ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

আজ বৃহস্পতিবার এ প্রতিবেদন লেখার সময় পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের (এনএ) ১১৩টি আসনে এগিয়ে ছিল ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ (এন) এগিয়ে রয়েছে ৬৪টি আসনে। আর বিলাওয়াল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এগিয়ে আছে ৪৩টি আসনে। এছাড়া মুত্তাহিদা মজলিস আমল (এমএমএ) এগিয়ে রয়েছে নয়টি আসনে।

পাকিস্তানের জাতীয় পরিষদের মোট ৩৪২ আসনের মধ্যে ২৭২ আসনে সরাসরি নির্বাচন হয়। বাকি ৭০টি আসন নারী ও সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত। কোনো দলকে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে ২৭২ আসনের মধ্যে ১৩৭ আসনে জিততে হবে।

বুধবার জাতীয় পরিষদের সঙ্গে দেশটির চারটি প্রাদেশিক পরিষদেও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দেশটির প্রায় ১০ কোটি ৬০ লাখ ভোটার স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হয়ে বিরতিহীনভাবে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট দিয়েছে। তাদের মধ্যে পুরুষ ভোটার পাঁচ কোটি ৯২ লাখ এবং নারী ভোটার চার কোটি ৬৭ লাখ তিন হাজার।

এদিকে গতকাল ভোটগ্রহণ শুরুর কিছুক্ষণের মধ্যেই বেলুচিস্তান প্রদেশের কোয়েটা শহরের পূর্বাঞ্চলের এক কেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩৩ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছে। আহতদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর। কোয়েটার পুলিশ জানায়, আত্মঘাতী বোমা হামলাকারী তামির-ই-নাউ স্কুলে প্রবেশের সময় বিস্ফোরণ ঘটায়। একই প্রদেশের কিল্লা আবদুল্লাহ জেলার একটি ভোটকেন্দ্র থেকে এক প্রিসাইডিং অফিসারকে অপহরণ করা হয়েছে। এ ছাড়া ভোটের উপকরণ নিয়ে যাওয়ার সময় চোরাগোপ্তা হামলায় তিন সেনা সদস্য এবং এক পোলিং এজেন্ট নিহত হয়েছে বলেও জানা যায়।

কারাগারে থাকার কারণে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ভোট দিতে না পারলেও তার মা বেগম শামিম আকতার হুইলচেয়ারে করে ভোট দিতে যান। তবে ইসলামাবাদে ভোট দেওয়ার সময় গোপনীয়তা বজায় না রাখায় নির্বাচন কমিশনের তলবের শিকার হয়েছেন পিটিআই নেতা ইমরান খান। পিএলএল-এন পার্টির নেতা এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ নিজ শহর লাহোরে সকাল ৮টার কিছু পরে ভোট দিয়েছেন। পিপিপির নেতা বিলওয়াল ভুট্টো জারদারিও সকালের দিকে ভোট দিয়েছেন। পাঞ্জাব এবং সিন্ধু প্রদেশের কিছু অঞ্চলে নির্ধারিত সময়ের বাইরেও ভোটগ্রহণ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১