বাংলাদেশের খবর

আপডেট : ২৬ জুলাই ২০১৮

পেশা বদলের সুযোগ পেলেন সৌদি প্রবাসীরা


প্রবাসী কর্মীদের কাজের অনুপতিপত্র বিা আকামা পরিবর্তনের উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আরব সরকার। দেশটির শ্রম ও সমাজ উন্নয়ন মন্ত্রণালয় গত ২২ জুলাই প্রবাসীদের আকামা পরিবর্তনের উপর এক বছর আগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়।

সৌদি গেজেটের এক খবরে জানানো হয়েছে, সরকারের এই সিদ্ধান্তের ফলে নিয়োগকারী কর্তৃপক্ষ ২২ জুলাই থেকে কর্মীদের পেশা পরিবর্তন করতে পারছেন।

তবে মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে আকামা পরিবর্তনের ক্ষেত্রে নতুন কিছু নিয়ম অনুসরণ করতে হবে।

প্রসঙ্গত, সৌদি আররে সম্প্রতি  কিছু পদ নিজ দেশের নাগরিকদের জন্য সংরক্ষিত করায় ঝামেলায় পড়েছিল বাংলাদেশিসহ প্রবাসী অন্য শ্রমিকরা। কাজ হারিয়ে অনেকের দেশেও ফিরতে হয়েছিল। সে সময় দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, সৌদি প্রবাসী শ্রমিকরা  কোন পেশায় কত জন কাজ করছেন সে হিসাব বের করতেই , তার হিসাব বের করতেই আকামা বদলের সুযোগ বন্ধ করা হচ্ছে। এরপর সেই সুযোগ বন্ধ করে দেওয়ার পর পেশা পরিবর্তনকারী শনাক্ত হলেই ২৫ হাজার রিয়াল জরিমানা করা হচ্ছিল। তবে তার আগেই তিন বছরে মোট  ৮ লাখের বেশি প্রবাসী পেশা পরিবর্তনের সুযোগ নিয়েছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১