বাংলাদেশের খবর

আপডেট : ২৮ জুলাই ২০১৮

তিন দিনব্যাপী শিল্পের শহর ঢাকা

‘শিল্পের শহর ঢাকা’-এর অনুপ্রেরণায় রয়েছে ঢাকা শহর এবং এর ৪০০ বছরের ইতিহাস সংরক্ষিত ছবি


বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় দেশে নিউমিডিয়া চর্চার অন্যতম অংশ পারফরম্যান্স আর্ট নতুন মাত্রা পেতে যাচ্ছে। প্রথমবারের মতো এশিয়ান আর্ট বিয়েনালের ১৮তম আসরে আনুষ্ঠানিকভাবে যুক্ত হতে যাচ্ছে এই শিল্প মাধ্যমটি। সেপ্টেম্বরে মাসব্যাপী এই আয়োজন উপলক্ষে শিল্পকলা একাডেমি বাংলাদেশের তরুণ পারফরম্যান্স আর্ট শিল্পীদের নিয়ে আয়োজন করছে ‘শিল্পের শহর’ নামের নতুন এই উদ্যোগ।

‘শিল্পের শহর ঢাকা’-এর অনুপ্রেরণায় রয়েছে ঢাকা শহর এবং এর ৪০০ বছরের ইতিহাস। আজ এই শহরের পরিচিতি ‘মেগাসিটি’ হলেও নাগরিক নানা সঙ্কটে এই শহরের ঐতিহ্য মানুষ ভুলতে বসেছে। যানজটের চাপে এখানে মানবিক আবেগগুলো অনেকখানিই উপেক্ষিত।

২৬ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বেলা ১১টায় ‘শিল্পের শহর ঢাকা’ শিরোনামের এই আয়োজনে অংশগ্রহণকারী ১৫ জন শিল্পীর উপস্থিতিতে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এ সময় উপস্থিত ছিলেন ‘শিল্পের শহর ঢাকা’ এর কিউরেটর শিল্পী মাহবুবুর রহমান। সাধারণ মানুষের সঙ্গে শিল্পের সংযোগ ঘটাতে ২৬-২৮ জুলাই ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, পুরান ঢাকা, কমলাপুর রেলওয়ে স্টেশন ও সংসদ ভবন এলাকায় শিল্পীদের পরিবেশনা অনুষ্ঠিত হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১