বাংলাদেশের খবর

আপডেট : ২৮ জুলাই ২০১৮

বহুত বহুত মুবারক, শাবাশ ইমরান : কপিল দেব

ইমরানের জয়ে কপিল দেবের গর্ব হচ্ছে দুটি কারণে ছবি : ইন্টারনেট


‘বহুত বহুত মুবারক, শাবাশ ইমরান’- এভাবেই পাকিস্তানের হবু প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন  ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক কপিল দেব। পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে বসার আগেই ইমরান খানকে একরাশ শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘ভারতীয় হিসেবে একজন পাকিস্তানির এমন অসাধারণ সাফল্যে খুশি তো হতেই হয়।’ খবর টাইমস অব ইন্ডিয়া।

কপিল বলেন, তার জয়ে আমার গর্ব হচ্ছে দুটি কারণে। প্রথমত, একজন ক্রিকেটার এই প্রথম একটি দেশের প্রধানমন্ত্রী হচ্ছে। দ্বিতীয়ত, আমি ওর সঙ্গে খেলেছি। গত বৃহস্পতিবার আমি সারা দিন উৎকণ্ঠায় থেকেছি, কখন আসবে সেই সুখবর। যদিও পাকিস্তানের নির্বাচনের ব্যাপারে এর আগে কখনো এত বেশি আগ্রহ দেখাইনি। এবার যেহেতু ইমরান, তাই ভারতের পাশাপাশি গোটা পৃথিবী তাকে নিয়ে মশগুল ছিল।

ইমরান প্রধানমন্ত্রী হলে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো হবে বলেই তিনি আশাবাদ ব্যক্ত করেন। আসলে আমি পজিটিভ মানুষ। সবসময় চাই ভালো কিছু ঘটুক। এমন ভাবতেই আমার ভালো লাগে। ইমরান এমন একজন মানুষ, যাকে দুই দেশের মানুষই পছন্দ করে, ভালোবাসে। সম্পর্কের উন্নতি অবশ্যই হবে। তবে সীমান্তরেখা মুছে যাবে না। দুই দেশের মানুষ নির্ভয়ে এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করতে পারবে।

কপিল আরো বলেন, ‘আমি রাজনীতির মানুষ নই, তবে এটুকু বুঝতে পারি, অধিনায়ক থেকে প্রধানমন্ত্রী হওয়া ইমরান এসব বিষয়ে নজর দেবেন। আমরা এক সময় একে অপরের বিরুদ্ধে খেলেছি, মতানৈক্য হয়েছে; কিন্তু খেলা শেষে আমরা সেসব ভুলে গিয়েছি। আমাদের বন্ধু, আমাদের সঙ্গে খেলা এক ক্রিকেটার পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চলেছে। এটা খুব সহজ নয়। তার জয়ের খবরে আমার খুশির অন্ত নেই। ওকে কীভাবে অভিনন্দন জানাব বুঝতে পারছি না। তবে অজস্র শুভেচ্ছা। ইচ্ছা হচ্ছে একবার ওকে জড়িয়ে ধরে বুকে টেনে নিয়ে অভিনন্দন জানাতে।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১