বাংলাদেশের খবর

আপডেট : ২৯ জুলাই ২০১৮

ফুডপিয়ন অ্যাপে মিলবে হোম মেড খাবার

এবার অ্যাপের মাধ্যমে হোম মেড খাবার অর্ডারের সুবিধা চালু করেছে অনলাইন মার্কেটপ্লেস ফুডপিয়ন ছবি: সংগৃহীত


ওয়েব সাইটের পর এবার অ্যাপের মাধ্যমে হোম মেড খাবার অর্ডারের সুবিধা চালু করেছে অনলাইন মার্কেটপ্লেস ফুডপিয়ন। গ্রাহকের চাহিদার কথা মাথায় রেখে সম্প্রতি গুগল প্লে স্টোরে প্রকাশিত হয়েছে ফুডপিয়নের অ্যান্ড্রয়েড অ্যাপ।

এর ফলে এখন গ্রাহকরা আরো সহজেই স্থানীয় শেফদের মেন্যু থেকে স্বাস্থ্যকর হোম মেড খাবার অর্ডার করতে পারবেন।

প্রতিষ্ঠানটি মূলত রাজধানীর বিভিন্ন নারী উদ্যোক্তার তৈরি করা হোম মেড খাবার গ্রাহকের কাছে সরবরাহ করে থাকে। বর্তমানে ফুডপিয়নের সঙ্গে যুক্ত আছেন শতাধিক নারী উদ্যোক্তা, যারা নিজেদের বাসার কিচেনে তৈরিকৃত খাবার রান্না করছেন গ্রাহকের চাহিদা অনুযায়ী। অনলাইনে প্রকাশকৃত তাদের মেন্যুগুলোয় রয়েছে প্রায় দেড় হাজার রকমের খাবার।

অ্যাপ বা ওয়েব সাইটে প্রবেশ করে মেন্যু থেকে ছবি, মূল্য, ন্যূনতম অর্ডার নম্বর, রান্নার সময় দেখে গ্রাহকরা অর্ডার করার পর পরই খাবার তৈরি করা হয়। আর তাই অর্ডার করার পর মেন্যুভেদে সাধারণত দুই থেকে ছয় ঘণ্টার মাঝেই খাবার পেয়ে থাকেন গ্রাহকরা। বর্তমানে রাজধানীর বেশিরভাগ এলাকাই প্রতিষ্ঠানটির সেবার আওতায় রয়েছে। বিজ্ঞপ্তি


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১