বাংলাদেশের খবর

আপডেট : ২৯ জুলাই ২০১৮

প্লেস্টোর থেকে ক্রিপ্টোকারেন্সি মাইনিং অ্যাপ অপসারণ

প্লেস্টোর থেকে ক্রিপ্টোকারেন্সি মাইনিং অ্যাপ অপসারণ করেছে ইন্টারনেট জায়ান্ট গুগল ছবি: সৃংগৃহীত


অবশেষে অ্যাপলের দেখানো পথেই হাঁটল গুগল। নিজেদের প্লেস্টোর থেকে ক্রিপ্টোকারেন্সি মাইনিং অ্যাপ অপসারণ করেছে এই ইন্টারনেট জায়ান্ট। প্রতিষ্ঠানটি এই মাইনিং কার্যক্রম ক্লাউডে স্থানান্তর করতে অনুমোদন অব্যাহত রাখবে, কিন্তু অ্যান্ড্রয়েড হার্ডওয়্যার ডিভাইসে এই মাইনিং করার অনুমতি থাকছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট জেডিনেট রিপোর্ট।

হালনাগাদ গুগল প্ল্লেডেভেলপার প্রোগ্রাম নীতিমালার বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, ডিভাইসের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি মাইনিং করা যায় এমন কোনো অ্যাপ্লিকেশন প্লেস্টোরে রাখার অনুমতি দিচ্ছে না গুগল। তবে দূর থেকে ক্রিপ্টোকারেন্সি মাইনিং ব্যবস্থাপনার কাজে আসে সেই অ্যাপসগুলোতে কোনো নিষেধাজ্ঞা থাকছে না। এ ছাড়াও এ বছরের মধ্যেই গুগল তার ক্রোম ব্রাউজার থেকে ক্রিপ্টো মাইনিং এক্সটেনশনও সরিয়ে নেবে বলেও জানানো হয় ওই প্রতিবেদনে।

এদিকে ক্রিপ্টো মাইনিং অ্যাপের পাশাপাশি বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ বা এ-সংশ্লিষ্ট পণ্য বিক্রির অ্যাপ্লিকেশনগুলো সরিয়ে নেওয়া হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১