বাংলাদেশের খবর

আপডেট : ৩০ জুলাই ২০১৮

আসছে ‘ফোক টিভি বাংলা’

বাংলার বাউল সংস্কৃতি ও বাংলা ফোক গানকে বিশ্বের বুকে তুলে ধরতেই ‘ফোক টিভি বাংলা’র আত্মপ্রকাশ সংরক্ষিত ছবি


ইউটিউবভিত্তিক প্রথম পূর্ণাঙ্গ চ্যানেল ‘ফোক টিভি বাংলা’ আসছে শিগগিরই। সম্প্রতি মগবাজারের একটি স্টুডিওতে উন্মোচিত হয়েছে এ টিভির লোগো। জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই লোগো উন্মোচন করেন প্রখ্যাত সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল।

বাংলার বাউল সংস্কৃতি ও বাংলা ফোক গানকে বিশ্বের বুকে তুলে ধরতেই ‘ফোক টিভি বাংলা’র আত্মপ্রকাশ বলে জানান চ্যানেলটির উদ্যোক্তারা। উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক পরিচালক ডা. জুলফিকার লেনিন, সঙ্গীতশিল্পী রিংকু, সাল-সাবিল জনসহ সংস্কৃতি অঙ্গনের অনেক পরিচিত মুখ।

‘লোগো উন্মোচন’ শেষে মনোজ্ঞ সঙ্গীতসন্ধ্যায় গান পরিবেশন করেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, ডা. লেলিন, রূপালী সরকার, নিশি প্রহরী নাহিদ, বাউলা নাজমুলসহ অনেকে। বাংলার আউল-বাউলের কণ্ঠ পৃথিবী জুড়ে বাজবে আর বাঙালি সংস্কৃতির শুদ্ধ বিনোদন প্রবাহিত করবে ‘ফোক টিভি বাংলা’- এমনটাই প্রত্যাশা অনুষ্ঠানে আসা সঙ্গীতজ্ঞদের।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১