বাংলাদেশের খবর

আপডেট : ৩০ জুলাই ২০১৮

তিন সিটিতে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ ছবি: সংগৃহীত


দেশের তিন সিটি করপোরেশনে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

আজ সোমবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মাহবুব-উল-আলম হানিফ বলেন, তিন সিটি করপোরেশন নির্বাচনে পরাজয়ের আশঙ্কা থেকে বিএনপি জনগণকে বিভ্রান্ত করতে মিথ্যাচার করছে। দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দেশের তিন সিটি করপোরেশন নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।  বিএনপি মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করছে।

তিনি বলেন, বিএনপি যখনই পরাজয়ের আশঙ্কা করে, তখনই জনগণকে বিভ্রান্ত করতে মিথ্যাচারের আশ্রয় নিয়ে থাকে। কীভাবে নির্বাচন হচ্ছে, তা গণমাধ্যমসহ সবাই দেখছে।

হানিফ অভিযোগ করে বলেন, বরিশাল সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের বিএনপির প্রার্থীর নিজস্ব ভোটকেন্দ্র থেকে আওয়ামী লীগ প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়া হয়েছিল।

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম এমপি, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, এ কে এম এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল প্রমুখ উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১