বাংলাদেশের খবর

আপডেট : ৩০ জুলাই ২০১৮

মানবতাবিরোধী অপরাধ

কারাবন্দি কুদ্দুসকে হাসপাতালে পাঠানোর নির্দেশ

একাত্তরে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০ বছর দণ্ডপ্রাপ্ত নোয়খালীর আবদুল কুদ্দুস প্রতীকী ছবি


একাত্তরে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০ বছর দণ্ডপ্রাপ্ত নোয়খালীর আবদুল কুদ্দুসকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। গতকাল রোববার এক আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে কুদ্দুসের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম। সরকার পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আদেশের পর তাজুল ইসলাম বলেন, ‘২০ বছরের দণ্ডপ্রাপ্ত আবদুল কুদ্দুস ক্যানসারে আক্রান্ত হওয়ায় তাকে কারাগার থেকে বিএসএমএমইউ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। সেই সঙ্গে আগামী ২ আগস্টের মধ্যে ওই হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসকদের আবদুল কুদ্দুসের অসুস্থতা নিয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। একই দিন জামিনের বিষয়ে আদেশ দেবেন আপিল বিভাগ।’

চলতি বছর ১৩ মার্চ মানবতাবিরোধী অপরাধের এক মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে ২০ বছরের কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদের মধ্যে আমির আলী, জয়নাল আবেদিন ও আবুল কালাম ওরফে একেএম মনসুরের মৃত্যুদণ্ড হয়। আসামি আবদুল কুদ্দুসকে দেওয়া হয় ২০ বছর কারাদণ্ড।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১