বাংলাদেশের খবর

আপডেট : ৩১ জুলাই ২০১৮

খালেদার আপিল

নিষ্পত্তির সময় বাড়ানোর আদেশ আজ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সংরক্ষিত ছবি


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছর দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল নিষ্পত্তির সময় বাড়ানোর বিষয়ে আদেশ আজ। গতকাল সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগীয় বেঞ্চ শুনানি শেষে এ তারিখ ধার্য করেন। আপিল বিভাগে খালেদা জিয়ার পক্ষে অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী ও অ্যাডভোকেট মো. জয়নুল আবেদীন শুনানি করেন। দুর্নীতি দমন

কমিশনের (দুদক) পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। আদালত থেকে বেরিয়ে জয়নুল আবেদীন সাংবাদিকদের বলেন, ৩১ জুলাইয়ের (আজকের) মধ্যে খালেদা জিয়ার আপিল নিষ্পত্তির জন্য (বেঁধে দেওয়া সময়) আমরা আবেদন করেছিলাম। এ বিষয়ে আদেশের জন্য আজ দিন ধার্য করেন আপিল বিভাগ। এর আগে গত ২৬ জুলাই চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তাদের আবেদনের শুনানির জন্য ২৯ জুলাই দিন ঠিক করেছিলেন। ২৯ জুলাই আদালত বিষয়টি গ্রহণ করে ৩০ জুলাই (সোমবার) শুনানির তারিখ ধার্য করেন। আদালত ওই আবেদনের শুনানি ৩১ জুলাই পর্যন্ত স্ট্যান্ড ওভার করেন। তবে ৩১ জুলাইয়ের মধ্যে হাইকোর্টে আপিল নিষ্পত্তি না হলে পরে সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হবে। এর পরিপ্রেক্ষিতে নিয়ম অনুসারে গত বৃহস্পতিবার চেম্বার জাস্টিসের কাছে আবেদন জানানো হয়। পরে চেম্বার জাস্টিস হাসান ফয়েজ সিদ্দিকী বিষয়টি আপিল বিভাগে পাঠিয়ে শুনানির জন্য ২৯ জুলাই তারিখ ধার্য করেছিলেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় চলতি বছর ফেব্রুয়ারিতে খালেদা জিয়া পাঁচ বছর কারাদণ্ডে দণ্ডিত হন। এ মামলায় বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১