বাংলাদেশের খবর

আপডেট : ০১ আগস্ট ২০১৮

‘বর্জনের’ ভোটে ৬ মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

বরিশাল, রাজশাহী, সিলেট সিটিকর্পোরেশন নির্বাচন ২০১৮ সংরক্ষিত ছবি


বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে জয়ী মেয়র প্রার্থী বাদে অন্য ছয়জনের জামানত বাজেয়াপ্ত হতে যাচ্ছে। সাত মেয়র প্রার্থীর মধ্যে শুধু আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর জামানত বাজেয়াপ্ত হয়নি; তিনি বিপুল ভোটে জয়ী হয়েছেন। গত সোমবারের ভোটগ্রহণের সময় নানা অনিয়মের অভিযোগ তুলে বিএনপির মেয়র প্রার্থী

 মজিবর রহমান সরোয়ারসহ চার প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দেন। অপর তিনজন হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী হাতপাখা প্রতীকের ওবায়দুর রহমান মাহাবুব, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের মই প্রতীকের ডা. মণীষা চক্রবর্তী ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কাস্তে প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ। এ ছাড়া ভোট পুনঃগণনার দাবি করেন জাতীয় পার্টির বহিষ্কৃত প্রার্থী লাঙ্গল প্রতীকের ইকবাল হোসেন তাপস। অপর মেয়র প্রার্থী জাতীয় পার্টির বিদ্রোহী হরিণ প্রতীকের বশির আহমেদ ঝুনু নৌকার সমর্থনে প্রচারের শেষ সময়ে এসে সরে দাঁড়ান। 

রিটার্নিং কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, বিসিসি নির্বাচনে মেয়র পদে ভোট দিয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৩০০ জন ভোটার। যার শতকরা হার ৫৫ শতাংশ।

নির্বাচনী বিধি অনুযায়ী, নির্বাচনে যেসব প্রার্থী মোট ভোটের আট ভাগের এক ভাগ ভোট পাবেন না তাদেরই জামানতের টাকা বাজেয়াপ্ত হবে। সে হিসাবে আট ভাগের এক ভাগের সমান ভোটের সংখ্যা হয় ১৬ হাজার ৬৬২ দশমিক ৫ ভোট। নির্বাচনে জামানতের টাকা তারাই ফেরত পাবেন যেসব প্রার্থী এই পরিমাণের চেয়ে বেশি ভোট পেয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, বিসিসি নির্বাচনে ১২৩টি কেন্দ্রের মধ্যে ১০৭টি কেন্দ্রের বেসরকারিভাবে পাওয়া ফলে আওয়ামী লীগের প্রার্থী সাদিক আবদুল্লাহ পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৩৫৩ ভোট। অপরদিকে বিএনপি প্রার্থী সরোয়ার পেয়েছেন ১৩ হাজার ১৩৫ ভোট, জাতীয় পার্টির বহিষ্কৃত প্রার্থী তাপস পেয়েছেন ৬৯৬ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাহাবুব পেয়েছেন ৬ হাজার ৪২৩ ভোট, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী মণীষা পেয়েছেন ১ হাজার ৯১৭ ভোট, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী আজাদ পেয়েছেন ২৪৪ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী ঝুনু ৮১ ভোট।

মুজিবুর রহমান আরো বলেন, জামানত ফেরত পাওয়ার মতো কাঙ্ক্ষিত ভোটের সংখ্যা ওই ৬ প্রার্থীর কারোরই নেই। ফলে জামানতের টাকা স্বাভাবিক নিয়মেই বাজেয়াপ্ত হবে।

প্রথমবারের মতো দলীয় প্রতীকে হওয়া বিসিসি নির্বাচনে জয়ী আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী সাদিক আবদুল্লাহ তার প্রতিক্রিয়ায় সংবাদকর্মীদের জানান, এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় নৌকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি সকলকে সঙ্গে নিয়ে একটি আধুনিক এবং উন্নয়নশীল সিটি করপোরেশন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সাদিক জানান, দায়িত্ব নিয়ে তিনি নগরীর জলাবদ্ধতা দূর, নগরীর বর্ধিত এলাকার উন্নয়ন, বিশুদ্ধ খাবার পানি সরবরাহের ব্যবস্থাসহ নগরবাসীর অগ্রাধিকার ভিত্তিতে চাহিদামাফিক সমস্যার সমাধানে এগিয়ে আসবেন।

এদিকে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে ১৫টি কেন্দ্রের ফলাফল স্থগিত ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। আর রিটার্নিং কর্মকর্তা একটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছিলেন। বাতিল কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ২৮৭ জন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১