বাংলাদেশের খবর

আপডেট : ০১ আগস্ট ২০১৮

বাসা ভাড়া নিয়ে পুলিশ কর্মকর্তার ইয়াবা ব্যবসা!

পুলিশের এক এসআইয়ের বাসা থেকে ১৪ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব প্রতীকী ছবি


চট্টগ্রাম নগরীর বাকলিয়ার হাফেজনগর এলাকায় পুলিশের এক এসআইয়ের বাসা থেকে ১৪ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এ সময় নাজিম উদ্দিন মিল্লাত (৩০) নামে একজনকে আটক করা হয়। গত সোমবার রাত ১২টার দিকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মিমতানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম বাকলিয়ার হাফেজনগর এলাকার হাজী গোফরান উদ্দিন মুন্সীর বাড়িতে ওই পুলিশ কর্মকর্তার বাসায় অভিযান চলিয়ে ১৪ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা ব্যবসার জন্যই বাকলিয়া থানা পুলিশের এসআই খন্দকার সাইফুদ্দিন ওই বাসাটি ভাড়া নিয়েছে বলে জানায় র্যাব। তার পরিবারের সদস্যরা এ বাসায় থাকে না। ওই বাসা থেকে ইয়াবা বিক্রির নগদ ২ লাখ ৩১ হাজার ৬৩০ টাকা, চারটি মোবাইল ফোন, তিনটি ট্যাব ও পুলিশের কিছু ইউনিফর্ম উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় এসআই সাইফুদ্দিন বাসায় ছিল না। ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত নাজিম উদ্দিন মিল্লাত নামে এক ব্যক্তিকে ওই বাসা থেকে গ্রেফতার করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১