বাংলাদেশের খবর

আপডেট : ০১ আগস্ট ২০১৮

ক্ষুদ্র ঋণের সার্ভিস চার্জ কমানোর সুপারিশ সংসদীয় কমিটির

দারিদ্র্যবিমোচনে দেওয়া ক্ষুদ্র ঋণের ওপর সার্ভিস চার্জ কমানোর সুপারিশ করা হয়েছে ছবি: সংগৃহীত


সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় প্রান্তিক মানুষের দারিদ্র্যবিমোচনে দেওয়া ক্ষুদ্র ঋণের ওপর সার্ভিস চার্জ কমানোর সুপারিশ করা হয়েছে।

কমিটির সভাপতি মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।

সভায় কমিটির সদস্য মনোরঞ্জন শীল গোপাল, আয়েশা ফেরদাউস, শেখ হাফিজুর রহমান, মো. আবদুল মতিন ও বেগম লুৎফা তাহের অংশ নেন। এ ছাড়া সভাপতির বিশেষ আমন্ত্রণে ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

সভায় পল্লী সমাজসেবা কর্যক্রমের অগ্রগতি, ঋণ বিতরণ, অনাদায়ী অর্থের পরিমাণ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বর্তমানে রোহিঙ্গা আশ্রয় কেন্দ্রগুলোয় চলমান সমাজসেবার কার্যক্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১